ইউক্রেনজুড়ে চলা আগ্রাসনের কারণে রাশিয়ার উপর আসছে একের পর এক নিষেধাজ্ঞা। রাজনৈতিক কিংবা খেলাধুলা, কোনো জায়গাতেই নিষেধাজ্ঞা এড়াতে পারছে না দেশটি। এবার রাশিয়াতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ব্রডকাস্টিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
মূলত রাশিয়ায় খেলা দেখানোর জন্য রাশিয়ার ব্রডকাস্ট জায়ান্ট র্যাম্বলারের সাথে চুক্তিবদ্ধ ছিল ইংলিশ লিগ কর্তৃপক্ষ। তবে ইউক্রেনজুড়ে চলা এই আগ্রাসনের কারণে এই চুক্তি বাতিল করেছে লিগ কর্তৃপক্ষ।
সোমবার (৭ মার্চ) রাশিয়ায় ব্রডকাস্ট নিয়ে আলোচনায় বসে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। সেখানেই রাশিয়ায় খেলা না দেখানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এ কারণে চলতি ২০২১-২২ মৌসুমের বাকি অংশের খেলা আর রাশিয়ায় দেখা যাবে না।
রাশিয়ান ব্রডকাস্ট জায়ান্ট র্যাম্বলারের সাথে প্রতি মৌসুমের জন্য ৮ দশমিক ২ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল ইংলিশ লিগ কর্তৃপক্ষ। এই চুক্তি বাতিলের জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে ইংলিশ ক্লাবগুলো। এই চুক্তি বাতিলের পাশাপাশি ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্থদের জন্য এক মিলিয়ন ইউরো দান করবে ইংলিশ ক্লাবগুলো।
বর্তমান ব্রডকাস্টিং চুক্তি স্থগিত করা হলেও রাশিয়ান গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের সাথে করা ব্রডকাস্টিং চুক্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইংলিশ লিগ কর্তৃপক্ষ। পরবর্তী ২০২২-২৩ মৌসুম থেকে রাশিয়ান গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের সাথে ৫০ মিলিয়ন ইউরোর ব্রডকাস্টিং চুক্তি করে রেখেছে তারা।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরোধীতা করে ইংলিশ লিগে ইউক্রেনের পতাকা প্রদর্শন করেছিল ইংলিশ ক্লাবগুলো। এছাড়াও ইংল্যান্ড জাতীয় দল রাশিয়ার সাথে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ না খেলারও ঘোষণা দিয়ে রেখেছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]