কিলিয়ান এমবাপে কি প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) থাকবেন নাকি যোগ দিবেন অন্য কোনো ক্লাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইউরোপিয়ান ফুটবলে। তবে এমবাপের এই দোলাচলের মধ্যেই তাকে পিএসজিতে দীর্ঘদিন দেখার ব্যাপারে আশাবাদী কোচ মারিসিও পচেত্তিনো।
চলতি ২০২১-২২ মৌসুমের পরেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন কিলিয়ান এমবাপে। তাকে দলে নেওয়ার জন্য মুখিয়ে আছে প্রায় সব বড় ক্লাবগুলোই। দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদ বা অন্য কোনো ক্লাব নয়, এমবাপেকে পিএসজিতেই চান পচেত্তিনো।
পিএসজি বস পচেত্তিনোর ধারণা পিএসজিতে এমবাপে বেশ ভালোই আছেন। সংবাদমাধ্যম নিজেদের জন্য এমবাপে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর করছে বলে মনে করেন মারিসিও পচেত্তিনো।
তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি সংবাদমাধ্যমের বড় বড় ফুটবলারদের নিয়ে খবর দরকার। তবে এমবাপে এখনও আমাদের ফুটবলার। আমি আশাবাদী সে আমাদের সাথে দীর্ঘ দিন থাকবেন।’
এমবাপে পিএসজি ছাড়বেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তিনি জানিয়ে দিয়েছেন এখন ফ্রান্সের ক্লাবটির হয়ে খেলার দিকে মনোনিবেশ করছেন। এর মধ্যেও সংবাদমাধ্যম এমবাপের ক্লাব ছাড়ার বিষয়ে খবর করায় কিছুটা ক্ষুব্ধ কোচ পচেত্তিনো।
তিনি বলেন, ‘আমাদের সবার উচিত তার (এমবাপে) কথা শোনা। সে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এটা সিদ্ধান্ত নেওয়ার সময় না। আমরা তার ঘোষণা জন্য অপেক্ষা করতে পারি।’
পচেত্তিনো আরও বলেন, ‘ আমরা যা ভাবছি, সেটা নাও হতে পারে। এমবাপে এখন বর্তমান নিয়েই ভাবছে। সে যা করছে সেটা নিয়েই ভাবছে। তাকে তার মতো থাকতে দেওয়া উচিত।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]