রোনালদোকে না খেলানোর অভিযোগ ব্যাখা করলেন রাংনিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৭ মার্চ ২০২২
রোনালদোকে না খেলানোর অভিযোগ ব্যাখা করলেন রাংনিক

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের শিবিরে ক্রিস্টিয়ানো রোনালদোকে না দেখে অনেকেরই চোখ কপালে উঠার যোগাড় হয়েছিল। এমন ম্যাচে রোনালদোর মতো খেলোয়াড়ের না থাকা দলের জন্য ক্ষতিই বটে। স্বাভাবিকভাবেই সিটির কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে রালফ রাংনিকের শিষ্যরা।

এমন হারের পর রেড ডেভিল বস রাংনিককে প্রশ্নের মুখোমুখি হতে হয়। স্কাই স্পোর্টসের রয় কিন খেলা শুরুর আগেই আগে রোনালদোর ইনজুরির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা রোনালদোকে ভালো করে জানি। সে খুব কমই ইনজুরিতে পড়ে।’

তবে রাংনিক জানিয়েছেন নিতম্বের ফ্লেক্সরে আঘাতের কারণে ১৭৮তম ম্যানচেস্টার ডার্বি থেকে বাদ পড়েছিলেন পর্তুজিজ তারকা। যদিও রাংনিকের বক্তব্য নিয়ে সন্দেহ থেকেই যায়। কেননা রোনালদোর বোনও তার অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে রোনালদোর বোন কাতিয়া আভেইরোও দাবি করেছিলেন যে, তিনি (রোনালদো) ইনজুরি আক্রান্ত ছিলেন না। কোচ রাংনিক তাকে বাদ দিয়েছিলেন। রোনালদোর বোনের এমন কথার প্রেক্ষিতে নিজের অবস্থান ব্যাখা করেছেন রাংনিক।

রেড ডেভিলদের বস বলেন, ‘আমাকে আমার চিকিৎসা বিভাগকে বিশ্বাস করতে হবে। অনুশীলনের আগে শুক্রবার সকালে ডাক্তার আমাকে দেখতে এসেছিলেন। তখন তিনি আমাকে বলেছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো তার নিতম্বের ফ্লেক্সারের কিছু সমস্যার কারণে অনুশীলনে নিতে পারবেন না।’

রোনালদোর অনুপস্থিতিতে ম্যানইউর আক্রমণাভাগে ‘ফলস-নাইন’ হিসাবে খেলেছিলেন ব্রুনো ফার্নান্দেস এবং পল পগবা। যদিও তেমন আলো ছড়াতে পারেননি দু’জন। রোনালদো ছাড়াও স্ট্রাইকার এডিনসন কাভানির না থাকা নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয় রাংনিককে।

কাভানির বিষয়ে কথা বলতে গিয়ে রাংনিক বলেন, ‘যদি কোনো খেলোয়াড় ডাক্তার এবং চিকিৎসা বিভাগকে বলে যে তারা আহত এবং খেলতে পারবে না। একজন ম্যানেজার হিসেবে আমাকে এটা মেনে নিতে হবে। আমি একজন খেলোয়াড়কে খেলতে বাধ্য করতে পারি না।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিলো সিটি

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিলো সিটি

চেলসি ‘বিক্রি’ করে দিচ্ছেন রোমান আব্রাহামোভিচ

চেলসি ‘বিক্রি’ করে দিচ্ছেন রোমান আব্রাহামোভিচ

রোমাঞ্চ ছড়িয়ে লিগ কাপের শিরোপা লিভারপুলের

রোমাঞ্চ ছড়িয়ে লিগ কাপের শিরোপা লিভারপুলের

ফর্ম নিয়ে খুব খুশি : সমালোচকদের পাল্টা জবাব রোনালদোর

ফর্ম নিয়ে খুব খুশি : সমালোচকদের পাল্টা জবাব রোনালদোর