বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিশাল বহর, ফিরেছেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৭ মার্চ ২০২২
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিশাল বহর, ফিরেছেন মেসি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। ২০২১ সালের নভেম্বরের পর মেসি আবারও আলবিসেলেস্তাদের হয়ে মাঠে নামতে যাচ্ছেন। বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য ৪৪ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দলেই ফিরেছেন মেসি।

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করেছে কোচ লিওনেল স্ক্যালোনি। সেখানেই দলে ফিরেছেন মেসি। এছাড়াও নতুন-পুরাতন মিলে ৪৪জন ফুটবলারকে ডেকেছেন কোচ।

চলতি বছরের ২৬ এবং ৩০ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আগেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছিলেন এই দুই ম্যাচের স্কোয়াডে মেসি থাকবেন। কোচের দেওয়ার স্কোয়াডেও মেসির দেখা মিলেছে।

বেশ কিছু নতুন মুখকে দলে ডেকেছেন স্ক্যালোনি। স্পেনে জন্ম নেওয়া ১৭ বছর বয়সী গ্যারাঞ্চো সেই তালিকায় একজন। যুব ক্যারিয়ারে স্পেনকে প্রতিনিধিত্ব করলেও এবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন তিনি। এছাড়াও লুকা রোমেরো, ভালেন্তিন এবং ফ্র্যাঙ্কো কারবেনির মতো তরুণরাও ডাক পেয়েছেন। 

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক

ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
হুয়ান মুসো (আটালান্টা)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
এস্তেবান আন্দ্রাদা (মন্টেরি)
হেরোনিমো রুলি (ভিলারিয়াল)

ডিফেন্ডার
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া)
নাহুয়েল মলিনা (উদিনেস)
হুয়ান ফয়েথ (ভিলারিয়াল)
লুকাস মার্টিনেজ কোয়ার্তা (ফিওরেন্টিনা)
হেরমান পেজ্জেলা (রিয়েল বেটিস)
নিকোলাস অটামেন্ডি (বেনফিকা)
ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)
লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স)
নেহুয়েন পেরেজ (উদিনেস)
নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স)
মার্কোস আকুনইয়া (সেভিয়া)

মিডফিল্ডার
রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)
জিওভানি লো চেলসো (ভিলারিয়াল)
গিদো রদ্রিগেজ (রিয়েল বেটিস)
ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)
নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্টিনা)
লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি)
লুকাস ওক্যাম্পোস (সেভিয়া)
এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)
আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া)
এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন)
রবার্তো পেরেইরা (উদিনেস)
নিকোলাস পাজ (রিয়েল বেটিস)
টিয়াগো জেরালনিক (ভিলারিয়াল)
ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান)
লুকা রোমেরো (ল্যাজিও)

ফরোয়ার্ড
লাওতারো মার্টিনেজ (ইন্টার)
অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)
জুলিয়ান আলভারেজ (নদীর প্লেট)
হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান)
অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি)
পাওলো দিবালা (জুভেন্টাস)
লিওনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেই)
জিওভানি সিমিওনে (ভেরোনা)
মাতিয়াস সুলে (জুভেন্টাস)
লুকাস বোয়ে (এলচে)
ফ্রাঙ্কো কারবোনি (ইন্টার মিলান)
আলেহান্দ্রো গারানচো (ম্যানচেস্টার ইউনাইটেড)

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকবেন আগুয়েরো

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকবেন আগুয়েরো

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস