ম্যানচেস্টার ডার্বি মানেই পরতে পরতে উত্তেজনা। ইংলিশ লিগে একই পাড়ার শীর্ষ দুই ক্লাবের খেলা মানেই উন্মাদনার ছড়াছড়ি। এবারও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে জমজমাট কিছুই আশা করেছিল দর্শকরা। তবে সেই আশায় পানি ঢেলে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তাদেরকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে একতরফা জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
রোববার (৬ মার্চ) ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবলের পসরা সাজিয়ে বসে ম্যানচেস্টার সিটি। ম্যাচের তখন পঞ্চম মিনিট। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে জ্যাক গ্রিলিশের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে বের্নার্দো সিলভা পাস দেন বক্সে থাকা কেভিন ডি ব্রুইনকে। সহজ শটে গোল দলকে এগিয়ে নেন ব্রুইন।
গোল খেয়ে পাল্টা আক্রমণ শানাতে থাকে ইউনাইটেডও। যার জের ধরে ম্যাচের ২২তম মিনিটে মাঝমাঠ থেকে জেডন সাঞ্চোর দিকে বল বাড়িয়ে দেন ফরাসি তারকা পল পগবা। সেই বল ধরে এগিয়ে জায়গা করে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নেন সাঞ্চো এবং গোল। ১-১ তে সমতায় ফেরে ম্যানইউ।
এরপর ২৮ মিনিটে সিটিকে আবারও এগিয়ে নেন ব্রুইন। প্রথমবার ফোডেনের বল কোনোমতে আটকে দিয়েছিলেন ডি গিয়া। তবে পুরোপুরি ক্লিয়ার হয়নি । এই সুযোগে বল পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি ব্রুইন। বিরতির আগে আর গোল পায়নি কোনো দলই।
ম্যাচের চার নাম্বার এবং সিটির তৃতীয় গোলটি আসে ৬৮ মিনিটের মাথায়। কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন ব্রুইন। গোলবারের সামনে থেকে বাঁ পায়ের দারুণ এক হাফ ভলিতে বল জালে জড়ান মাহরেজ। পা ছুঁইয়েও বল আটকাতে পারেননি হ্যারি মাগুইর।
ম্যাচের অন্তিম মুহূর্তে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মাহরেজ! ৯১ মিনিটে গিনদোয়ানের বাড়ানো বল ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। আর তাতেই ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে ২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]