মেক্সিকোর সৃষ্টি হলো এক কালো ইতিহাস। ম্যাচ দেখতে গিয়ে দেশটির দুই ফুটবল ক্লাবের সমর্থকেরা কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির মতো জঘন্য ঘটনার জন্ম দেন। এই ঘটনায় অন্তত ২২ জন সমর্থক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমও।
শনিবার (৫ মার্চ) মেক্সিকোর লা কোরেগিডোরা স্টেডিয়ামের মুখোমুখি হয়েছিল কোয়ারেতারতো ও আটলাস। ম্যাচের দ্বিতীয়ার্ধের সময়ই ঘটে আয় এই ঘটনা। শুরুতে আটলাসের একটা গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা। এক পর্যায়ে মাঠে ঢুকে প্রতিপক্ষের সমর্থকদের উপর হামলা করেন।
এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা করা হয়েছে। মেক্সিকান ফুটবল কর্তৃপক্ষ এবং উভয় ক্লাবই এই সহিংসতার নিন্দা করেছে এবং পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। এই ঘটনায় কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা।
আরিওলা বলেন, ‘লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়।’
এই ঘটনায় বিবৃতি দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন। তাদের ভাষ্য, ‘মেক্সিকান ফুটবল ফেডারেশন আজ বিকেলে কুয়েরতারোর এস্তাদিও কোরেগিডোরাতে কুয়েরেতারো এবং অ্যাটলাসের মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]