বিবর্ণ মেসি-নেইমার, পিএসজির হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ এএম, ০৬ মার্চ ২০২২
বিবর্ণ মেসি-নেইমার, পিএসজির হার

সামনেই ইউরোপের মহাগুরুত্বপূর্ণ লড়াই। তার আগে একই রাতে ফুটবল সমর্থকরা দেখলো দুই ভিন্ন চিত্র। রিয়াল মাদ্রিদ যখন সোসিয়েদের বিপক্ষে গোল উৎসবে ব্যস্ত, পিএসজি তখন মাথা নিচু করে মাঠ ছাড়ছে। লিগ ওয়ানে নিসের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে ভাঙ্গা মনোবল নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে হচ্ছে মেসি-নেইমারদের।

শনিবার (৫ মার্চ) রাতে নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই অধিপত্য ধরে রেখে খেলতে থাকে নিস। শুরুর ছয় মিনিটের মধ্যেই দুইবার পিএসজির গোলপোস্ট কাঁপিয়ে দেয় তারা। কিন্তু গোল করতে পারেনি। কম যায়নি পিএসজিও। তবে নেইমার ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সামনে বাধা হয়ে দাঁড়ান নিস গোলরক্ষক।

প্রথমার্ধে ভালো সুযোগটি এসেছিল ম্যাচের ২৪ মিনিটের মাথায়। মেভলিন বার্ডের ক্রসে মাথা ছোঁয়ালেও পাবলো রোসারিওর হেড চলে যায় বাইরে। ২৯ মিনিটে নেইমার-ডি মারিয়া যুগলবন্দীতে সুযোগ পেয়েও পুনরায় ব্যর্থ হন ডি মারিয়া। প্রথমার্ধ আর সুযোগ পায়নি কেউই।

পুরো ম্যাচে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। দ্বিতীয়ার্ধেও খুঁজে পাওয়া যায়নি তাকে। পিএসজিও তাই খেলেছে ছন্দহীন। ডি-বক্সে গিয়েই বারবার খেঁই হারিয়েছেন মেসি, নেইমার, মারিয়ারা। ৬৬ মিনিটে আরেকটা সুযোগ পেয়েছিল তারা। তবে নেইমারের ফ্রি কিকে খুবই দুর্বল হেড নিলেন থিলো কেহরার।

পিএসজি বারবার নিসের বক্সে গিয়ে খেঁই হারিয়ে ফেললেও পিএসজির বক্সে বল পেয়ে ম্যাচের ৮৮ মিনিটেই ফলাফল নির্ধারণ করে দেয় নিস। এক সতীর্থের ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন জর্জিনিয়ো ভেইনালডাম। বল পেয়ে পেছনে থাকা আন্দি দেলোঁ দারুণ এক প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। তাতেই হেরে যায় পিএসজি।

এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা পিএসজির ঘারে নিঃশ্বাস ফেলছে নিস। ব্যবধান কেবল ৩ পয়েন্টের। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছে নিস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজি ম্যাচের আগে মিডফিল্ড নিয়ে চিন্তিত রিয়াল বস আনচেলত্তি

পিএসজি ম্যাচের আগে মিডফিল্ড নিয়ে চিন্তিত রিয়াল বস আনচেলত্তি

যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’

যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’

অবসরের আগে মার্কিন মুলুকে খেলার ইচ্ছা নেইমারের

অবসরের আগে মার্কিন মুলুকে খেলার ইচ্ছা নেইমারের

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের