ইউরোপা লিগের রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে আর্লিং হল্যান্ডের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ডকে। শুধু তাই নয়, পুরো মৌসুমে যে ম্যাচেই হল্যান্ড মাঠের বাইরে ছিলেন, মাঠে ডর্টমুন্ডকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে চলে গিয়েছেন হল্যান্ড। আপাতত এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই তার।
চলতি ২০২১-২২ মৌসুমের ১৬ ম্যাচ মাঠের বাইরে ছিলেন বুরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড। নতুন করে আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই তার।
চলতি বছরের শুরুতে জানুয়ারিতে মাংসপেশির ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন হল্যান্ড। এ কারণে ইউরোপা লিগে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও আবারও ইনজুরিতে পড়েছেন হল্যান্ড। আবারও নতুন করে পায়ের ইনজুরিতে পড়েছেন। এ কারণে বুরুশিয়ার পরবর্তী চার ম্যাচে মাঠে নামবেন না তিনি।
ইনজুরির কারণে চলতি বছরের মার্চের শেষ দিকে আন্তর্জাতিক ম্যাচের বিরতিতেও মাঠে নামতে পারবেন না হল্যান্ড। আশা করা হচ্ছে চলতি বছরের ২ এপ্রিল আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি। তবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ইনজুরির কারণে চলতি মৌসুমে ৯০ দিন মাঠের বাইরে ছিলেন হল্যান্ড। এ সময় মোট ১৬ ম্যাচে অনুপস্থিত ছিলেন। মূলত অতিরিক্ত চাপের কারণেই বারবার ইনজুরিতে পড়ছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]