রিয়াল মাদ্রিদ থেকে চোট নিয়েই ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে না পারলেও তাকে নিয়েই মাদ্রিদে যাবেন পিএসজি বস মারিসিও পচেত্তিনো।
চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। রিয়ালে পাওয়া ইনজুরি নিয়েই ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি।
ইনজুরির কাটিয়ে পিএসজির হয়ে মাঠে নামলেও আবারও চোটের কারণে ছিটকে গেছেন রামোস। এ কারণে রিয়ালের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে পিএসজির জার্সিতে তার মাঠে নামা হয়নি। এমনকি দ্বিতীয় লেগেও মাঠে নামতে পারবেন না।
এরপরেও রামোসকে নিয়েই মাদ্রিদে যাবেন পিএসজি বস মারিসিও পচেত্তিনো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বর্তমানে সে দলের অংশ নয়। এটা পরিষ্কার যে সার্জিওর মতো একজন চ্যাম্পিয়নস লিগে ভালো অভিজ্ঞতা যোগ করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ সে খেলুক বা না খেলুক, সে দলের সাথে গেলে তার জন্য সেটা ভালো হবে। অন্য খেলোয়াড়দের জন্যও বিষয়টি একই।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। তাই তো দ্বিতীয় লেগে ড্র করলেই ম্যাচ পিএসজির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। এদিকে কোয়ার্টার ফাইনালে উঠার জন্য রিয়ালের জন্য ২-০ গোলে জয়ের কোনো বিকল্প নেই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]