ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ক্লাব দলে অনেকদিন খেলেছেন জার্মান তারকা সামি খেদিরা।, রিয়াল মাদ্রিদ হয়ে জুভেন্টাসেও রোনালদোকে পেয়েছেন সতীর্থ হিসাবে। একদম কাছ থেকে দেখেছেন পর্তুগিজ তারকাকে। খেদিরা জানালেন, প্রথম দেখাতে রোনালদোকে অনিরাপদ এবং স্বার্থপর মনে হয়েছিল।
সাবেক জার্মান তারকা জানালেন, মাঠ এবং মাঠের বাইরে রোনালদো সম্পুর্ন আলাদা। খেলাধুলাভিত্তিক সংবাদ মাধ্যম ইপিএসএনকে খেদিরা বলেন, ‘আমি দু’জন ক্রিস্টিয়ানোর সাথে দেখা করেছি। প্রথমটি ছিল রিয়াল মাদ্রিদে। তখন সে কিছুটা তরুণ ছিল। তখন তাকে নিরাপদ মনে হতো না। স্বার্থপরও ছিল।’
খেদিরা আরও বলেন, ‘দ্বিতীয় ক্রিস্টিয়ানোকে দেখেছি জুভেন্টাসে যাওয়ার পর। তখন সে একজন নেতা ছিল। এখনও গোল করার জন্য তার স্বার্থপরতা রয়ে গেছে কিন্তু সে সতীর্থদের দিকে বল ঠেলে দেয়। তাদেরকে আরও ভাল করার বিষয়ে সাহায্য করে। মাঠে সে সবসময়ই খেলার দিকে নজর রাখে।’
রোনালদো মাঠে সবসময় প্রতিযোগিতাপুর্ন মনোভাবে থাকেন। এটা নতুন কিছু নয়। খেদিরাও জানালেন সেটা, ‘সে খুব প্রতিযোগীপূর্ণ খেলোয়াড়। এর জন্য সে ১০০ ইউরো বা এক বোতল ওয়াইন বাজি ধরতে রাজি। সে হার মানতে চায় না। হেরে গেলে রেগে যায়। তাই কেউ তাকে হতাশ করতে চায় না।’
রোনালদোকে নিয়ে কথা বলার পাশাপাশি বার্সেলোনাকে নিয়েও কথা বলেছেন খেদিরা। তার চোখে গার্দিওয়ালার সময়ের বার্সাই সবচেয়ে এগিয়ে আছে। সাবেক জার্মান তারকা বলেন, ‘একজন মাদ্রিদিস্তা হিসেবে আমি বলতে পারি যে, ২০১০ সালের বার্সেলোনা আমার দেখা সেরা দল ছিল।’
তিনি আরও বলেন, ‘আমার সেরা প্রতিপক্ষ ছিল জাভি এবং ইনিয়েস্তা। দুর্ভাগ্যবশত, তারা কখনই ব্যালন ডি’অর জেতেনি। এটা আসলেই লজ্জার। এই দু’জনের সাথে আছে সার্জিও বুস্কেটস। এই তিনজনের পায়ে সবসময় বল থাকতো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]