পিএসজি ম্যাচের আগে মিডফিল্ড নিয়ে চিন্তিত রিয়াল বস আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ মার্চ ২০২২
পিএসজি ম্যাচের আগে মিডফিল্ড নিয়ে চিন্তিত রিয়াল বস আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে প্যারিস সেন্ট জার্মেইনের ঘরের মাঠে হেরে এসেছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের এ হারের পর কোয়ার্টার ফাইনালে উঠতে হলে রিয়ালকে অন্তত ২-০ ব্যবধানে জিততে হবে। তবে এই ম্যাচের আগে দুশ্চিন্তা ভর করেছে রিয়াল বস কার্লো আনচেলত্তির কপালে।

পিএসজির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন রিয়ালের মিডফিল্ডার ক্যাসিমিরো আর ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি। তাই তো পিএসজির বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারবেন না তারা।

এবার ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার টনি ক্রুস। মাংসপেশির ইনজুরিতে ভুগছেন তিনি। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি ঠিক কত গুরুতর চোট পেয়েছেন এই মিডফিল্ডার।

চোটের কারণে শনিবার (৫ মার্চ) রিয়াল সোসিয়াদের বিপক্ষে মাঠে না নামার বিষয়টি এক রকম নিশ্চিতই হয়েছে। আর বুধবার (৯ মার্চ) পিএসজিকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ।

ক্যাসিমিরো এবং টনি ক্রুস ছাড়া মিডফিল্ডে তেমন কাউকে নিয়মিত খেলাননি কার্লো আনচেলত্তি। এ কারণেই মূলত দুশ্চিন্তা ভর করেছে তার উপর। সম্পুর্ণ নতুন একটি মিডফিল্ড নিয়ে পিএসজিকে মোকাবিলা করতে হবে তার।

এত দুঃসংবাদের মধ্যে আনচেলত্তির জন্য স্বস্তির খবর হয়ে দাঁড়িয়েছে ডেভিড আলাবার ফিরে আসা। ফেরল্যান্ড মেন্ডির জায়গায় তাকে খেলাবেন কোচ। ডিফেন্স নিয়ে দুশ্চিন্তা না থাকলেও মিডফিল্ড নিয়েই যত ভাবনা এখন আনচেলত্তির।

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি