ইউক্রেনে চলছে রাশিয়া আগ্রাসন। এই আগ্রাসনের প্রভাব পড়েছে রাজনীতির মাঠ থেকে খেলার মাঠে। এই আগ্রাসনের মধ্যে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে ইউক্রেনের ম্যাচটি স্থগিতের অনুরোধ করেছে ইউক্রেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিশ্বকাপ প্লে অফে নিজেদের ম্যাচটি স্থগিতের অনুরোধ করেছে ইউক্রেন ফুটবল। কারণ হিসেবে উল্লেখ করেছে, রাশিয়ার আগ্রাসনের কারণে ফুটবলাররা মাঠের বাইরে আছেন।
চলতি বছরের ২৪ মার্চ গ্লাসগোতে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইউক্রেনের। স্কটিশদের বিপক্ষে ম্যাচ জিতলে পাঁচ দিন পর অস্ট্রিয়া-ওয়েলস ম্যাচজয়ী দলের সাথে খেলতে হবে তাদেরকে।
এদিকে রাশিয়ার আগ্রাসনের কারণে বন্ধ করা হয়েছে ইউক্রেনের ফুটবল লিগ। বেশিরভাগ ফুটবলার ইউক্রেনের লিগে খেলায় বর্তমানে দল মাঠে নামাতে বেশ কষ্ট হবে বলে জানিয়েছে তারা।
ইউক্রেনের দেওয়া এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ফিফা। তারা জানিয়েছে, স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে কথা বলবে জানিয়েছে ফিফা। মার্চে এই মাঠ না গড়ালে পরবর্তীতে জুনে ম্যাচটি মাঠে গড়াতে পারে বলে আভাস দিয়েছে ফিফা।
এদিকে চলতি বছরের ১ এপ্রিল অনুষ্ঠিত হবে দোহায় অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ড্র। তবে সেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলের নাম জানা যাবে। এটা জানতে হলে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। সেই কারণে হয়তো এই ম্যাচ আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে ফিফা। তবে জুনের পর এই ম্যাচ স্থগিত করতে পারবে না ফিফা।
স্পোর্টসমেইল২৪/পিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]