রাশিয়ার পর ফুটবলে ‘ঘরের মাঠে’ নিষিদ্ধ হলো বেলারুশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৪ মার্চ ২০২২
রাশিয়ার পর ফুটবলে ‘ঘরের মাঠে’ নিষিদ্ধ হলো বেলারুশ

ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। রাশিয়ার এই ঘটনাকে সমর্থন দিয়েছে প্রতিবেশি বেলারুশ। এ ঘটনার পর রাজনীতির ময়দানের পর খেলার মাঠেও পড়েছে প্রভাব। রাশিয়ার পর এবার ফুটবলে ঘরের মাঠে নিষিদ্ধ হয়েছে বেলারুশ জাতীয় দল এবং ক্লাবগুলো।

বেলারুশকে তাদের ঘরের মাঠে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলতে পারলেও সেখানেও থাকবে না কোনো দর্শক।

চলতি বছরের ২৪ জানুয়ারি, ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার পক্ষে সমর্থন দেয় বেলারুশ। এরপরেই এই নিষেধাজ্ঞা এলো। এর আগে অবশ্য বেইজিং শীতকালীন প্যারা অলিম্পিক থেকেও নিষিদ্ধ হয়েছে বেলারুশ।

ইউক্রেন আগ্রাসনের কারণে এর আগে রাশিয়ার ক্লাবগুলো এবং জাতীয় দলকে আন্তর্জাতিক সবধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে ফিফা এবং উয়েফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না রাশিয়া।

তবে বেলারুশকে আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করেনি ফিফা এবং উয়েফা। তাদেরকে শুধুমাত্র ঘরের মাঠেই নিষিদ্ধ করেছে। 

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ : শীতকালীন প্যারা অলিম্পিকে নিষিদ্ধ বেলারুশ-রাশিয়া

ইউক্রেন যুদ্ধ : শীতকালীন প্যারা অলিম্পিকে নিষিদ্ধ বেলারুশ-রাশিয়া

টেনিস কোর্টে ইউক্রেনের কাছে হেরে গেল রাশিয়া

টেনিস কোর্টে ইউক্রেনের কাছে হেরে গেল রাশিয়া

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত