রাশিয়া ও বেলারুশকে বিশ্ব ক্রীড়াঙ্গন বর্জন করার প্রেক্ষিতে ভারতও এর সাথে একাত্বতা ঘোষণা করেছে। যার ফলে ২৬ মার্চ (শনিবার) বেলারুশের বিপক্ষে নির্ধারিত একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিচ্ছে না ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বেলারুশের আগে বাহরাইনের বিপক্ষে ২৩ মার্চ (শুক্রবার) আরও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। মানামাতে অনুষ্ঠিতব্য বেলারুশের বিপক্ষে ম্যাচটির প্রতিপক্ষ পরিবর্তনের চেষ্টা করছে ভারত।
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন বার্তা সংস্থা পিটিআইকে বলেছে,‘পরিস্থিতি বিবেচনায় আমরা (ভারত) বেলারুশের বিপক্ষে ম্যাচটি না খেলার চেষ্টা করছি। মানামাতে দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে আমরা অন্য কোন দলকে চাচ্ছি। যদিও হাতে যেহেতু এখন আর বেশি সময় বাকি নেই। আমরা বুঝতে পারছি বিষয়টি কঠিন। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এমনও হতে পারে বাহরাইনের বিপক্ষেই আমরা দুটি ম্যাচ খেলতে পারি। যদিও এখানে কিছু জটিলতা রয়েছে। ফিফা যেহেতু বেলারুশকে নিষিদ্ধ করেনি সে কারণেই প্রীতি ম্যাচটি সরাসরি বাতিল হচ্ছে না। বেলারুশকে ফিফা নিষিদ্ধ করলে আমাদের খেলার প্রশ্ন উঠতো না। তবে এখনো পর্যন্ত বেলারুশের বিপক্ষে ম্যাচটি চলমান আছে।’
ফিফা ও উয়েফা সবধরনের আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করলেও তাদের সমর্থন দেওয়া বেলারুশের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত জানায়নি। ফলে ভারতের এমন সিদ্ধান্ত নেওয়া নিয়ে উঠতে পারে নানা প্রশ্ন।
জুনে কলকাতায় এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইন ও বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারত। এদিকে, ফিফা সরাসরি নিষিদ্ধ না করায় ভারত চাইলেও বেলারুশের বিপক্ষে ম্যাচটি একেবারে বাতিল করতে পারবে না। এখন না খেললেও হয়তো পরে সুবিধামতো কোন এক সময়ে ম্যাচটি খেলতে হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]