অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ পিএম, ০২ মার্চ ২০২২
অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

জিয়ানলুইজি বুফনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার মতো অমর চরিত্র ফুটবলে খুব বেশি নেই। ক্যারিয়ারে অনেক ক্লাবেই খেলছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক। অনেক শিরোপা জিতেছেন। তবে স্পেনের কাতালুনিয়ায় কখনো পা পড়েনি তার। কখনো খেলেননি বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের হয়ে।

এতো দীর্ঘ এক ক্যারিয়ার অথচ কখনো খেলেননি ইতিহাসের সেরা দুই ক্লাবে। জানা গেলো, বার্সেলোনা তাকে দুইবার অফার করলেও দুইবারই তা প্রত্যাখান করে দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক।

বার্সেলোনা থেকে বুফনকে প্রথম অফার করা হয় ২০০১ সালে। তখন বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখান করে জুভেন্টাসের জার্সি গায়ে জড়ান ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক। শেষবার বুফনকে বার্সেলোনা দলে ভিড়াতে চেয়েছিল ২০২১ সালের গ্রীষ্ম মৌসুমের শেষের দিকে। তখন তিনি অন্য ক্লাবের সন্ধানে ছিলেন।

তবে গত গ্রীষ্মেও কাতালানদের প্রস্তাব প্রত্যাখান করেন ৪৪ বছর বয়সী এই গোলরক্ষক। যোগ দেন ইতালির দ্বিতীয় বিভাগের দল পারমাতে। দুইবার প্রস্তাব পেয়েও কেন ‘না’ করে দিলেন বুফন? এতোদিন কারণটা অজ্ঞাত থাকলেও এবার সেটা খোলাসা করলেন বুফনের সাবেক সতীর্থ এবং এজেন্ট সিলভানো মার্টিনা।

একটি রেডিও চ্যানেলকে মার্টিনা জানান, বুফন কখনো বেঞ্চে বসে থেকে অবহেলিত হতে চায়নি। তাই বার্সায় যোগ দেয়নি। মার্টিনা বলেন, ‘ক্লাবগুলো তরুণ গোলরক্ষকদের জন্য পরিকল্পনা করে। তারা ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু সে (বুফন) ব্যাক-আপ হতে চায়নি, সে সবসময় খেলতে চেয়েছিল।’

বার্সেলোনায় না খেললেও কোনো আক্ষেপ নেই বুফনের। সেটা জানিয়ে মার্টিনা বলেন, ‘ তার কোনো অনুশোচনা নেই কারণ সে বিশ্বের অন্যতম বড় ক্লাবের হয়ে খেলেছে। সে জুভেন্টাসকেই বেছে নিয়েছিল। এখন সে যে ক্লাবকে ভালোবাসে সেই ক্লাবেই ৪৬ বছর বয়স পর্যন্ত খেলে যাবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এসি মিলানকে শিরোপা না জিতিয়ে অবসর নিবেন না ইব্রাহিমোভিচ

এসি মিলানকে শিরোপা না জিতিয়ে অবসর নিবেন না ইব্রাহিমোভিচ

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

পেদ্রীর খেলায় ইনিয়েস্তার ছাঁয়া খুঁজে পান জাভি

পেদ্রীর খেলায় ইনিয়েস্তার ছাঁয়া খুঁজে পান জাভি

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস