ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে উত্তাল সারা বিশ্ব। বাদ নেই ক্রীড়াঙ্গনও। খেলাধুলার দিক দিয়ে রাশিয়া এখন এক ঘরে। ফুটবলের সব ধরণের কার্যক্রম থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে ফিফা এবং উয়েফা। এবার আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ান ক্লাব লোকোমোতিভ মস্কোর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মার্কাস গিসডল।
যদিও লোকোমোতিভ কর্তৃপক্ষের দাবি গিসডলকে ছাঁটাই করা হয়েছে। তবে জার্মান গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার প্রতিবাদে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন এই জার্মান কোচ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শীর্ষস্থানীয় এক জার্মান দৈনিক জানিয়েছে, ইউক্রেনে যা ঘটছে, তা প্রত্যক্ষ করার পর বিবেকের তাড়নায় লোকোমোদিভের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গিসডল।
লোকোমোদিভ ছাড়া প্রসঙ্গে গিসডল বলেন, ‘আমি এমন একটি দেশে কাজ চালিয়ে যেতে পারি না। যে দেশের নেতা ইউরোপের একটি দেশে আগ্রাসন চালাচ্ছে। আমার মূল্যবোধের সঙ্গে এটা কোনোভাবেই যায় না। তাই আমি অবিলম্বে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’
গিসডল আরও বলেন, ‘আমি মস্কোর মাঠে এভাবে দাঁড়িয়ে থেকে খেলোয়াড়দের অনুশীলন করাতে পারি না। যেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই পুরো একটা জাতির ওপর চরম দুর্ভোগ নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়েছে।’
গিসডলের কোচিং ক্যারিয়ারের পুরো সময়ই কাটিয়েছেন জার্মানিতে। রাশিয়ায় আসার আগে জার্মান বুন্দেসলিগার দল কোলনের দায়িত্বে ছিলেন। লোকোমোতিভের হয়ে মাত্র ১২ ম্যাচে দায়িত্ব পালন করেছেন ৬২ বছর বয়সী এই কোচ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]