ইউক্রেন যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে সব জায়গায়। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ইউক্রেনে হামলার প্রতিবাদে এবার রাশিয়াকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিয়ে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নির্বাসনে পাঠালো ক্ষমতাধর সংস্থা দুটি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা দুটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ফিফা এবং উয়েফা থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘ফুটবল এখানে সম্পূর্ণরূপে একতাবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সকল মানুষের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে। আশা করা যায়, ইউক্রেনের পরিস্থিতি খুব দ্রুত ঠিক হবে। যাতে ফুটবল আবার জনগণের মধ্যে ঐক্য ও শান্তির জন্য একটি মাধ্যম হতে পারে।’
ফুটবলের দুই ক্ষমতাধর সংগঠনের এমন সিদ্ধান্তের ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলতে পারবে না রাশিয়ার পুরুষ ফুটবল দল। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না নারী দল।
বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফে সূচি অনুযায়ী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ওইদিকে ইউরোপা লিগ থেকে বাদ পড়ে গেল রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো। শেষ ষোলোর ড্রয়ে লাইপজিগের মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের্। ফলে না খেলেই কোয়ার্টার ফাইনালে উঠবে লাইপজিগ।
ইউক্রেনে হামলার ফলে আরও অনেক কিছু হারাচ্ছে রাশিয়া। রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রমের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেন্ট পিটার্সবুর্গ থেকে সরিয়ে নেয়া হয়েছে প্যারিসে। রাশিয়ার জাতীয় এয়ারলাইনের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]