পেদ্রীর খেলায় ইনিয়েস্তার ছাঁয়া খুঁজে পান জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
পেদ্রীর খেলায় ইনিয়েস্তার ছাঁয়া খুঁজে পান জাভি

বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকেই দারুণ খেলে চলছেন স্প্যানিশ তরুণ পেদ্রী। বলের উপর তার নিয়ন্ত্রণ, মুভমেন্ট, ড্রিবলিং – সবকিছুই মনে হয় অবিশ্বাস্য। আরও আগেই পেদ্রীকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সা বস জাভি হার্নান্দেজ। এবার জাভি জানালেন, পেদ্রীর মাঝে তিনি আন্দ্রেস ইনিয়েস্তাকে খুঁজে পান।

ইনিয়েস্তার সাথে বার্সেলোনায় চিরঅমর এক জুটি ছিল জাভির। একটা সময় বার্সার মাঝমাঠে এই দু’জন ছিলেন জোড়া মৌমাছির মতো। বার্সেলোনার হয়ে প্রায় সব শিরোপা জিতেছেন তারা। জাভি খুব কাছ থেকে দেখেছেন ইনিয়েস্তাকে। পেদ্রীকে দেখে পুরনো বন্ধুর কথা আবারও মনে পড়ে গেলো জাভির।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) ঘরের ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এই ম্যাচে আলাদা করে আরেকবার নজর কাড়লেন ১৯ বছর বয়সী পেদ্রী। ম্যাচের পর কথা বলতে গিয়ে জাভি জানান, পেদ্রিকে বার্সা কিংবদন্তি ইনিয়েস্তার সঙ্গে তুলনা করলেও খুব বেশি হয় না।

জাভি বলেন, ‘সে (পেদ্রী) খেলাটি কীভাবে বোঝে, কীভাবে লাইনের মধ্যে যায় এটা দেখার মতো। সে আমাকে অনেকটাই আন্দ্রেস ইনিয়েস্তার কথা মনে করিয়ে দেয়। আমি এরকম প্রতিভা আর দেখিনি।’

বিলবাওয়ের বিপক্ষে রাতটা বার্সেলোনার জন্য খুবই মধুর ছিল। এমেরিক অবামেয়াং, উসমান দেম্বেলে আর ডি জং’রা ছিলেন দুর্দান্ত। দলের এমন পারফরম্যান্সে খুশি জাভি। তিনি বলেন, ‘আমি এটা আশা করছিলাম। কারণ দল দিন দিন আরও ভালো হচ্ছে। তারা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে।’

লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা এখনো চার নাম্বারে। শিরোপা জেতা অসাধ্য সাধন করার মতো। কেননা রিয়াল মাদ্রিদও ছুটছে সমান তালে। তবুও আশা ছাড়ছেন জাভি। তিনি বলেন,’এই মুহূর্তে আমরা আশা ছাড়ছি না। আমরা এখনও চতুর্থ। আমাদের লক্ষ্য এখন তৃতীয় স্থানে যাওয়া।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিলবাওয়ের জালে বার্সেলোনার ‘এক হালি’

বিলবাওয়ের জালে বার্সেলোনার ‘এক হালি’

নাপোলিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

নাপোলিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি