আর্জেন্টাইন কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসার অধীনেই দীর্ঘ ১৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছিল ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড। এবার সেই বিয়েলসাকেই ছাটাই করলো ইংলিশ ক্লাবটি।
২০১৮ সালে লিডস ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন মার্সেলো বিয়েলসা। দায়িত্ব নেওয়ার দুই মৌসুম পরেই দলকে তুলে আনেন প্রিমিয়ার লিগে। প্রথম মৌসুমে নবম স্থানে থেকে লিগ শেষ করলেও দ্বিতীয় মৌসুমে বাজে অবস্থায় আছে ক্লাবটি।
২০ দলের প্রিমিয়ার লিগে ১৯তম স্থানে আছে তারা। এই মৌসুমে তাদের রেলিগেশন ঠেকানোই হয়ে দাঁড়িয়েছে মূল্য লক্ষ্য।
দলের এই খারাপ অবস্থার জন্য কোচ নয় বরং খেলোয়াড়দের চোটের দায় বেশি। মৌসুমের শুরু থেকে কেলভিন ফিলিপস, প্যাট্রিক ব্যামফোর্ডসহ বেশ কিছু ফুটবলারকে নিয়মিত না পাওয়াই বিয়েলসার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-০ গোলের হারই তার ছাটাই হওয়াটা একরকম নিশ্চিত করে দিয়েছিল। শেষ পর্যন্ত এ ম্যাচের পরই মার্সেলো বিয়েলসাকে বিদায় জানালো লিডস।
বিয়েলসাকে বিদায় করে দেওয়ার বিবৃতি লিডস চেয়ারম্যান বলেন, ‘মার্সেলো ক্লাবের জন্য যা করেছেন এবং যে সাফল্য এনে দিয়েছেন সেসব মাথায় রাখলে লিডস ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি কঠিন সিদ্ধান্তটা নিতে হলো আমাকে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]