সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে টানা তিন জয়ের পর এক ম্যাচে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। তবে সেটার রেশ বেশি সময় রইলো না। আগের ম্যাচে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ালো পিএসজি। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের যুগলবন্দীতে সেইন্ট এতিয়েনকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো ফরাসি জায়ান্টরা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে ম্যাচের সাত মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় পিএসজি। এমবাপের উদ্দেশ্যে বল বাড়াতে চেয়েছিলেন নেইমার। কিন্তু মালাঙ্গার পায়ে লেগে সেই বল নেইমারের কাছেই ফিরে আসে। ভলি নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা, বল উড়ে যায় বারের উপর দিয়ে!
এরপরই দেখা যায় এতিয়েনের হুংকার। ১২ মিনিটের সময় খুব কাছ থেকে শট নিয়েছিলেন এতিয়েনের ইউসুফ। এই যাত্রায় পিএসজির গোলপোস্ট সুরক্ষিত রাখেন জানলুইজি দোনারুম্মা। ঠিক চার মিনিট পর আবারও আক্রমণ শানায় এতিয়েন!
১৬ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পিএসজির দানিলো পেরেইরা। বল পেয়ে যান এতিয়েনের ডেনিস বোনাগা! দোনারুম্মাকে ফাঁকি দিয়ে এতিয়েনকে এগিয়ে নিতে কোনো কষ্টই হয়নি গ্যাবন ফরোয়ার্ডের।
গোল খেয়ে আহত বাঘের মত গর্জে ওঠে পিএসজি। ২২ ও ৩৩ মিনিটের মাথায় দুইবার জোরালো শট নিয়েছিলেন মেসি। দুইবারই আর্জেন্টাইন তারকাকে গোলবঞ্চিত করেন এতিয়েনের গোলরক্ষক! ৩৬ মিনিটে সুযোগ পেয়েও অফসাইডে কাঁটা পড়েন এমবাপে।
পিএসজির প্রথম গোলটা আসে এর ঠিক ৬ মিনিট পর। ৪২ মিনিটে ডান দিক থেকে এমবাপের দিকে দারুণ পাস বাড়িয়েছিলেন মেসি। ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে এতিয়েনের জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান ফরাসি তারকা। ১-১ গোলে সমতা রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আবারও দৃশ্যপটে মেসি-এমবাপে যুগলবন্দী। ৪৮ মিনিটের মাথায় ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপেকে। তাতে পা ছুঁইয়ে দলকে ২-১ তে এগিয়ে নেন এমবাপে।
৫৩ মিনিটের মাথায় আবারও গোল। এমবাপের দারুণ এক ক্রসে কাছ থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ৩-১ করেন প্রথম গোলে সুযোগ মিস করা পেরেইরা। তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মারিসিও পচেত্তিনোর দল।
এই জয়ে ২৬ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আছে নিস।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]