ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর শুরুতে নিজের চেনা রূপেই ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ধীরে ধীরে ছন্দ হারাতে থাকেন। তার অফফর্ম নিয়ে চারদিকে সমালোচনার অন্ত ছিল না। তবে রোনালদো মনে করেন, তার পারফরম্যান্স বরং সন্তোষজনকই আছে।
চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে ২৯ ম্যাচে ১৫ গোল করেছেন রোনালদো। যা তার অন্য যে কোনো সতীর্থের চেয়ে বেশি। নিজের পারফরম্যান্স কেন সন্তোষজনক মনে হলো সেই পয়েন্টগুলোও তুলে ধরেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
ইংল্যান্ডের খেলাধুলাভিত্তিক একটি টিভি চ্যানেলের মুখোমুখি হয়েছিলেন রোনালদো। সেখানেই মুখ খুলেছিলেন তিনি। ইউনাইটেডের সেরা তারকা বলেন, ‘আমি বছরের পর বছর দেখাচ্ছি যে সংখ্যাগুলি (গোলের) আমার পক্ষেই কথা বলে। আমি বলছি না যে আমি খুব ভালো। কারণ সংখ্যাগুলোই সবকিছু বলে দেয়।’
পরিসংখ্যান ছাড়া বাকি কোনোকিছুই বিবেচনা করেন না রোনালদো। সেটাও জানিয়ে দিলেন তিনি, ‘তথ্যগুলোই সত্য, বাকি কোনোকিছুই নয়। কে কি বললো এতে আমার কিছু যায় আসে না। আমি আমার ফর্ম নিয়ে খুব খুশি।’
রোনালদো আরও বলেন, ‘জাতীয় দল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আমি এখনো গোল করে চলছি। সতীর্থদের গোলে সহায়তা করছি। যে কারণে আমি এভাবেই খেলে যেতে চাই।’
সমালোচকদের নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথাও মনে করিয়ে দিলেন রোনালদো। যেন বলতে চাইলেন, বাজে পারফরম্যান্স করলে এতো বছর কিভাবে খেলে আসছি? তিনি বলেন, ‘আমি ১৮ বছর বয়সে শীর্ষ স্তরে খেলা শুরু করি। ১৫-১৬ বছর ধরে আমি খেলাটির শীর্ষেই রয়েছি।’
এই পর্যন্ত আসতে নিজের ত্যাগ তিতিক্ষার কথাও স্মরণ করিয়ে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তিনি বলেন, ‘এসবই আমার উৎসর্গ, আবেগ ও কঠোর পরিশ্রমের ফল। যে কারণে আমি এখনো পারফরম্যান্স, ট্রফি, গোল এবং রেকর্ডের ক্ষেত্রে বিশ্বে শীর্ষে অবস্থানে রয়েছি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]