কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

কার্লোস দুঙ্গা ছাটাই হওয়া পর ব্রাজিলের কোচ হিসেবে কাজ করছেন তিতে। তবে আর বেশিদিন দায়িত্বে থাকছেন না তিনি। ২০২২ কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব ছাড়বেন তিনি।

২০১৬ সালে ব্রাজিলের কোচের পদ থেকে কার্লোস দুঙ্গাকে সরিয়ে দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। এরপরেই তিতের হাতে উঠে ব্রাজিল দলের দায়িত্ব।

ছয় বছর পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিতে। তিনি বলেন, ‘ বিশ্বকাপ পর্যন্তই আমি এখানে আছি। এটা নিয়ে মিথ্যা বলার কিছু নেই। বিশ্বকাপ ছাড়া আমার আর কিছু জেতা বাকি নেই।’

তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামছে ব্রাজিল। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। এছাড়াও তিনি ব্রাজিলকে জিতিয়েছিলেন ২০১৯ কোপা আমেরিকার শিরোপা।

এছাড়াও কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাতিন আমেরিকার অঞ্চল থেকে ইতিমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাই পর্বে ১৫ ম্যাচে ব্রাজিলের ১২ জয়ের পাশাপাশি আছে তিন ড্র।

ব্রাজিলের কোচ হওয়াকে নিজের জন্য সৌভাগ্য বলে মনে করেন তিনি। এ বিষয়ে ব্রাজিলের কোচ বলেন, ‘আমি নিজের কাজে মনোযোগী। আমি জানি ফুটবলে একটা চক্র থাকে, তাই এই পদে (ব্রাজিল কোচ) আসতে পারাটা আমার জন্য অনন্য সুযোগ, যেখানে আরও অনেক উঁচু মানের পেশাদার লোকেরা ভালো কাজ করছেন।’

জাতীয় দলের আগে ঘরোয় ফুটবলে গ্রেমিও, ইন্টারন্যাশিওনাল, করিন্থিয়াসকে কোচিং করিয়েছেন তিনি। ঘরোয়া ফুটবলেও বেশ সফল ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

ইউক্রেনে আটকে পড়া ব্রাজিলিয়ান ফুটবলারদের মুক্তির আকুতি

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

নেইমারের ব্যাংক অ্যাকাউন্টে চোরের হামলা, গায়েব অর্ধ লাখ ডলার

নেইমারের ব্যাংক অ্যাকাউন্টে চোরের হামলা, গায়েব অর্ধ লাখ ডলার