মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ আল সালাহ জিতলেন প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা পুরষ্কার। সংস্থাটি তাকেই ক্লাব ফুটবলের সেরাদের সেরা হিসেবে বেছে নিয়েছে। এদিকে ম্যানসিটির উইঙ্গার সেইন বর্ষসেরা ফুটবলারের খেতাব জিততে না পারলেও জিতেছেন সেরা তরুণ প্লেয়ারের পুরষ্কার।
বর্ষসেরা হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সালাহ বলেন, পুরষ্কারটি আমার কাছে বিশেষ কিছু। কেননা এখানে যারা ভোট দিয়েছেন তারা সবাই খেলোয়াড়। আমি খুবই খুশি ও গর্বিত।
লিভারপুলের ২৫ বছর বয়সী এ ফুটবলার সেরার প্রতিযোগিতায় যাদের পেছনে ফেলেছেন তারা হলেন ম্যানসিটির কেভিন দ্য ব্রুইনে, টটেনহ্যামের হ্যারি কেইন, ম্যানসিটির লিরোই সেইন, দাভিদ সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড দে গিয়াকে।
এদিকে সংস্থাটির বিচারে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ফ্র্যান কিরবি। আর সেরা তরুণী ফুটবলারের মুকুট জিতেছেন ব্রিস্টল সিটির লরেন হেম্প।