নাপোলিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে পা রেখেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শেষ ষোলোতে মোটামুটি সহজ প্রতিপক্ষকেই পেয়েছে কাতালানরা। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ তুর্কি ক্লাব গ্যালতাসারেই।
ভাগ্যদেবী বার্সেলোনার দিকে মুখ ফিরে চেয়েছেন, এই বিষয়টি নিশ্চিত করেই বলা যায়। সর্বশেষ কয়েক ম্যাচ ধরেই দারুণ ছন্দে আছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। লা লিগায় সর্বশেষ দুই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ আর ভ্যালেন্সিয়াকে হারিয়েছিল। আর ইউরোপা লিগে বার্সার শিকার নাপোলি।
সেই তুলনায় ইউরোপা লিগের শেষ ষোলোতে সহজ প্রতিপক্ষকেই পেয়েছে বার্সেলোনা। তুরস্কের শীর্ষ লিগে বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে গ্যালতাসারেই। লিগে তাদের অবস্থান ১৩তম।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ইউরোপা লিগের ড্র। এখানে সবার নজর ছিল বার্সেলোনার দিকে। কে হবে বার্সেলোনার প্রতিপক্ষ তা জানতেই যেন ছিল সবার অপেক্ষা।
ড্র শেষে জানা গেল বার্সেলোনার খেলা গ্যালতাসারেইয়ের বিপক্ষে। তবে আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়ার ভাগ্য মোটেও সুপ্রসন্ন নয়। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ যে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
ইউরোপা লিগে খেলছে তিন স্প্যানিশ ক্লাব। বার্সেলোনা, সেভিয়ার পাশাপাশি আছে আরেক ক্লাব রিয়াল বেটিস। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুট।
শেষ ৩২-এ জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে হতাশ করেছিল স্কটিশ ক্লাব রেঞ্জার্স। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]