বিশ্ব এখন উত্তাল রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে। এর প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। রাশিয়ার মাঠে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড, চেক রিপাবলিক এবং সুইডেন। এক যৌথ বিবৃতিতে খেলা অন্যত্র সরিয়ে নিতে ফিফার কাছে আহবান জানিয়েছে তারা।
চলতি বছরের মার্চে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ অনুষ্ঠিত হবে। সেখানে পাথ ‘বি’-তে পড়েছে রাশিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং সুইডেন। এ চারদলের ম্যাচগুলো রাশিয়ায় আয়োজিত হওয়ার কথা রয়েছে।
পাথ ‘বি’ প্রথম সেমিফাইনালে রাশিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ চেক রিপাবলিক। চার দলের একটি সুযোগ পাবে কাতার বিশ্বকাপ খেলার। তবে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কারণে ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
এদিকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর সুইডেন ফুটবল ফেডারেশনের সভাপতি কার্ল এরিক নিলসন জানিয়েছেন, কোনো অবস্থাতেই রাশিয়ার বিপক্ষে খেলতে চায় না সুইডিশরা। এরপরেই পোল্যান্ড, চেক রিপাবলিক এবং সুইডেন মিলে দিয়েছে যৌথ বিবৃতি।
OŚWIADCZENIE FEDERACJI PIŁKARSKICH POLSKI, SZWECJI I CZECH. Więcej... https://t.co/fkNXQJIseH pic.twitter.com/Tc9o5POp02
— PZPN (@pzpn_pl) February 24, 2022
বিবৃতিতে তারা বলেছে, ‘এ সময় রাশিয়াতে প্লে অফ ম্যাচ আয়োজন করা ঠিক হবে না। এতে দল এবং ম্যাচ অফিসিয়ালদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।’
তারা আরও জানিয়েছে, ‘আজকের পরিস্থিতির পর রাশিয়াতে খেলার কোনো ইচ্ছা নেই। আর এটা করাও উচিত হবে না।’
উয়েফা এবং ফিফার দৃষ্টি আকর্ষণ করে তারা ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার আহবান জানিয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]