রাশিয়া-ইউক্রেন সংকট রুপ নিয়েছে যুদ্ধে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর সেদেশে জারি হয়েছে সামরিক শাসন। আর এতেই স্থগিত হয়েছে দেশটির প্রিমিয়ার লিগ ফুটবল।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে লিগ স্থগিতের ব্যাপারটি নিশ্চিত করেছে ইউক্রেন ফুটবল ফেডারেশন।
রাশিয়ান আক্রমণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি মস্কোর সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। পাশাপাশি ইউক্রেন জুড়ে জারি করা হয়েছে সামরিক শাসন। এ কারণেই স্থগিত করা হয়েছে ফুটবল লিগ।
লিগে শীর্ষস্থানে অবস্থান আছে ইউক্রেন লিগের ১৬ বারের চ্যাম্পিয়ন ডাইনামো কিয়েভ। দুই পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে শাখতার দোনেস্ক। শেষ পর্যন্ত মৌসুমের বাকি সময় মাঠে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।
চলতি ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছিল সেন্ট পিটার্সবার্গ। এ সঙ্কটের কারণে তা পিটার্সবার্গ থেকে সরে যাওয়ার ব্যাপারটি একদম নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভায় বসছে উয়েফা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুধু তাই নয় কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফেও পড়তে পারে এর প্রভাব। প্লে অফে রাশিয়ার প্রতিপক্ষে পোল্যান্ড। অপরদিকে প্লে অফে একই গ্রুপে থাকা সুইডেন ইতোমধ্যেই রাশিয়ার বিপক্ষে না খেলার জন্য মনস্থির করে রেখেছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]