পায়ে অস্ত্রোপচারের পর ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। বর্তমানে তিনি ক্র্যাচ ছাড়াই হাঁটতে শুরু করেছেন।
ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। ম্যাচে তার দল ৩-০ গোলে জয় পেলেও অস্ত্রোপাচারের সম্মুখীন হতে হয়েছে নেইমারকে। প্রথমিকভাবে সেরে ওঠার জন্য তিন মাস সময় ধরে দিয়েছেন চিকিৎসকরা।
পিএসজির কোচ উনাই এমেরির কথা মতে, চলতি মৌসুমের শেষভাগ নাগাদ মাঠে ফিরতে পারবেন নেইমার। তবে ২৬ বছর বয়সি ব্রাজিলীয় সুপার স্টার বলেছেন, আগামী ১৭ মে তার ইনজুরির অবস্থা পরীক্ষা করার কথা রয়েছে। যার অর্থ হচ্ছে ওই তারিখের আগে তিনি অনুশীলনে ফিরছেন না।
চলতি মৌসুমে পিএসজির শেষ ম্যাচ আগামী ১৯ মে। ফলে চলতি মৌসুমে আর প্যারিসের ক্লাবটিতে হয়তো খেলা হচ্ছে না নেইমারের। যদিও নিজের ইনস্টিগ্রাম একাউন্টে দেয়া ভিডিও দেখে নেইমারের যথেষ্ট উন্নতি হয়েছে বলেই মনে হচ্ছে। কারো সহায়তা ছাড়াই তিনি হাঁটতে পারছেন।
ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না।’ এদিকে এই ইনজুরি নেইমারের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণে যে বাধা হতে পারছে না তা নিশ্চিত হয়েছে।