কিংবদন্তি ফুটবলারদের ক্যারিয়ারের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমানো নিত্য নৈমত্তিক ব্যাপার। পেলে, ডেভিড বেকহাম কিংবা হালের গঞ্জালো হিগুয়েন সবাই খেলেছেন বা খেলছেন এমএলএসে। একই ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি জানিয়েছিলেন, এমএলএসে ছুটি বেশি তাই সেখানে খেলতে চান।
সম্প্রতি এক পডকাস্টে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সাথে আলাপকালে নেইমার জানান, ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে ব্রাজিলে ফিরতে চান না বরং এমএলএসে খেলতে চান।
এর ব্যাখ্যায় নেইমার বলেছিলেন, অন্য যেকোনো লিগের তুলনায় এমএলএস কম সময়ে শেষ হয়। এ কারণে বেশি ছুটি পাওয়া যায়।
তবে নেইমারের এই বক্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছেন এমএলএসের প্রধান ডন গ্যাবরার। তিনি জানান, ছুটি কাটানোর জন্য ফুটবলারদের আনার জন্য দরকার নেই।
তিনি বলেন, ‘ক্যারিয়ারের শেষের দিকে থাকা কোনো বড় তারকাকে আমাদের লিগে দরকার নেই। কারণ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এমএলএস থেকেই অবসর নিতে চায়।’
গ্যাবরার চান, যেসব ফুটবলাররা ক্যারিয়ারের সেরা ফর্মে আছে তারাই যেন এমএলএসে আসেন। তিনি আরও জানান, নেইমারের এই বক্তব্যে বেশ অপমানিত হয়েছেন তিনি।
বলেন, ‘সত্যি বলতে আমি এতে (নেইমারের মন্তব্যে) অপমানিত হয়েছি। যে বয়সে জ্লাতান (ইব্রাহিমোভিচ) মিলানে ফিরে গেছে, যদি ওই বয়সে সে এখানে খেলতে আসত, তাহলে তার দিক থেকে এটা অবসর নেওয়ার পদক্ষেপ হিসেবে ধরে নেওয়া হতো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]