এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্বে ‘ই’ গ্রুপে জামাল-তপুদের প্রতিপক্ষ বাহরাইন, মালেয়শিয়া এবং তুর্কিমেনিস্তান।
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে ‘ই’ গ্রুপে। এই গ্রুপের সবগুলো ম্যাচই আয়োজিত হবে মালেয়শিয়ার কুয়ালালামপুরে। সেখানে বাংলাদেশের সামনে পড়েছে কঠিন সব প্রতিপক্ষ।
এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে ২৪ টি দল। প্রতি গ্রুপে চার দল করে ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আগে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলেও করোনা বিধি নিষেধের কারণে একটি কেন্দ্রীয় ভেন্যুতেই ম্যাচ আয়োজন করবে এএফসি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তরে অনুষ্ঠিত হয় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। সেখানে চতুর্থ পটে থাকা বাংলাদেশ পড়েছে ‘ই’ গ্রুপে।
‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক মালয়েশিয়া। এছাড়াও থাকছে তুর্কমেনিস্তান এবং বাহরাইন।
গ্রুপের তিন দেশই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৬তম। বাকি তিন দল বাইরাইন, স্বাগতিক মালয়েশিয়া এবং তুর্কমেনিস্তানের অবস্থান যথাক্রমে ৮৯,১৫৪ এবং ১৩৪তম।
এশিয়ান কাপে বাংলাদেশের সুখস্মৃতি নেই বললেই চলে। ১৯৮০ সালে প্রথম এবং শেষবারের মতো এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ।
বাংলাদেশের ম্যাচ সূচি
৮ জুন, ২০২২ : বাহরাইন
১১ জুন, ২০২২ : তুর্কমেনিস্তান
১৪ জুন, ২০২২ : মালয়েশিয়া
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]