এএফসি কাপে বসুন্ধরার ভেন্যু সিলেট নয়, কলকাতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
এএফসি কাপে বসুন্ধরার ভেন্যু সিলেট নয়, কলকাতা

এএফসি কাপের গ্রুপ পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বের ম্যাচগুলো সিলেটে খেলতে চেয়েছিল। এজন্য বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবেদনও করেছিল। তবে শেষ পর্যন্ত সেই আবেদন রাখেনি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বসুন্ধরাকে খেলতে হবে কলকাতায়।

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে ‘ডি’ গ্রুপের ভেন্যু জানিয়ে দেয় এএফসি। জানানো হয়, ‘ডি’ গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে ‘ডি’ গ্রুপে আছে ভারতের আই লিগের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা, মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। আর চতুর্থ দল হিসেবে আসবে এখনও নির্ধারিত হয়নি।

ছয় দলের মধ্যে অনুষ্ঠিত প্লে-অফ থেকে চূড়ান্ত হবে গ্রুপের চতুর্থ দল। এই প্লে অফে খেলবে বাংলাদেশের আরেক দল ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আবাহনীর হোম ভেন্যু সিলেটেই হবে এই প্লে অফ। 

সর্বশেষ এএফসি কাপেও খেলেছিল বসুন্ধরা কিংস। সেবার তিন ম্যাচে একটি জয় এবং দুই ড্রয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবার দ্বিতীয় পর্ব খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

এএফসি কাপ সূচি
১৮ মে, ২০২২ : মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন
২১ মে, ২০২২ : প্লে- অফ পেরিয়ে আসা দল
২৪ মে, ২০২২ : গোকুলাম কেরালা

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মার্চে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা

মার্চে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা

ইতিহাস গড়ার ম্যাচে বসুন্ধরার জয়

ইতিহাস গড়ার ম্যাচে বসুন্ধরার জয়

স্পট ফিক্সিং, ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ সভাপতি

স্পট ফিক্সিং, ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ সভাপতি

অস্ত্রোপচারের টেবিলে তপু বর্মণ

অস্ত্রোপচারের টেবিলে তপু বর্মণ