লিডসের জালে লিভারপুলের ‘গোলবন্যা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
লিডসের জালে লিভারপুলের ‘গোলবন্যা’

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়রথ চলছেই। শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই আছে জার্গেন ক্লপের দল। শীর্ষে থাকা ম্যানসিটি কোনোভাবে হোঁচট খেলেই জমে উঠবে শিরোপার লড়াই। এবার ঘরের মাঠে লিডসকে গোলবন্যায় ভাসিয়ে শিরোপার লড়াই আরেকটু জমিয়ে তুললো লিভারপুল।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিডস ইউনাইটেডকে নিয়ে স্রেফ ছেলেখেলেই করলেন মোহামেদ সালাহ- সাদিও মানেরা। তাতে ৬-০ গোলের বিশাল জয়ে সিটিজেনদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘দ্য রেড’রা।

ম্যাচের শুরু থেকেই নিজেদের মাঠে ঝড়ের পূর্বাভাস দিয়ে রাখে রেখেছিল জার্গেন ক্লপের দল। প্রথম গোল আসে ম্যাচের ১৫তম মিনিটে। বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে বসেছিলেন লিডসের ডিফেন্ডার স্টুয়ার্ট ডালাস। পেনাল্টি থেকে দলকে সূচনা এনে দেন সালাহ।

প্রথম গোলের ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাতিপ। ৩০ মিনিটের সময় ডান দিক থেকে পাস বাড়িয়েছিলেন সালাহ। ডি-বক্সের মুখে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান ক্যামেরুনের ডিফেন্ডার।

৩৫ মিনিটের মাথায় আবার গোল। ডি-বক্সে সাদিও মানেকে ফাউল করেছিল লিডসের এক খেলোয়াড়। সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন সালাহ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে নেমেও সাড়াশি আক্রমণ করতে থাকে জার্গেন ক্লপের শিষ্যরা। তবে গোল পাচ্ছিলেন না। চমকটা অপেক্ষা করছিল শেষ দশ মিনিটের জন্য। ৮০ থেকে ৯০ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে লিভারপুল। দুটো গোলই করেন মানে। ৯৩ মিনিটে লিডসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভার্জিল ফন ডাইক।

এই জয়ে ২৬ ম্যাচে ১৮ জয় আর ৬ ড্রতে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ২০ জয় ও ৩ ড্রতে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডেক্লান রাইসের মূল্য বাড়িয়েই চলছে ওয়েস্ট হ্যাম

ডেক্লান রাইসের মূল্য বাড়িয়েই চলছে ওয়েস্ট হ্যাম

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে

রোনালদোকে স্বার্থপর বললেন পল ইনস

রোনালদোকে স্বার্থপর বললেন পল ইনস