ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করছেন ওয়েস্ট হ্যামের ইংলিশ ফুটবলার ডেক্লান রাইস। প্রিমিয়ার লিগের বড় বড় ক্লাবগুলো পাখির চোখ করে রেখেছে তাকে। রাইসের ব্যাপারে ক্লাবগুলো আগ্রহ দেখে নড়েচড়ে বসেছে ওয়েস্ট হ্যামও। তারা দিন দিন বাড়িয়েই চলছে ইংলিশ সেন্টারব্যাকের দাম।
ইউরো ২০২০-এ ইংল্যান্ডের হয়ে নজরকাড়া পারফর্ম্যান্স করেছিলেন রাইস। যে কারণে তার দলবদলের বাজারে চড়া মুল্য সাটিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যাম। তবে এখনই তাকে বিক্রি করতে চাইছে না তারা।
চলতি মৌসুমেও ইউরোপা লীগে ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রাইস। ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস জোর দিয়েই বলেছিলেন যে, ১০০ মিলিয়ন পাউন্ড রাইসের মানের খেলোয়াড়ের জন্য মোটেই যথেষ্ট নয়, বরং খুবই কম।
এবার সেই ১০০ পাউন্ডের হিসাব ওয়েস্ট হ্যাম এনে দাঁড় করিয়েছে আকাশছোঁয়ার কাছাকছি। এমনটাই জানিয়েছে জনপ্রিয় এক ইংলিশ দৈনিক। রাইসকে নিতে হলে যেকোনো ক্লাবকে এখন খরচ করতে হবে ১২০ মিলিয়ন পাউন্ড (১৪৪ মিলিয়ন ইউরো)।
রাইসের ব্যাপারে ওয়েস্ট হ্যাম বস ময়েস সাংবাদিকদের বলেন, ‘রাইসকে স্বাক্ষর করাতে হলে আপনার প্রচুর অর্থের প্রয়োজন হবে। আমি গ্রীষ্মে বলেছিলাম যে, রাইসের মূল্য হতে পারে ১০০ মিলিয়ন পাউন্ড। এটাই ছিল তাকে সস্তায় পাওয়ার সুযোগ। এখন আর সেটা সম্ভব না।’
২০২৪ সাল পর্যন্ত ওয়েস্ট হ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ আছে রাইস। রাইসকে পেয়ে দারুণ খুশি ময়েস। তিনি বলেন, ‘আমি তার প্রতিশ্রুতি অনুভব করি। সে এখনো চুক্তির অধীনে আছেন। আমরা তাকে পেয়ে সত্যিই খুশি। সে কয়েক বছর ধরেই এখানে আছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]