চলতি বছরের মার্চে ফিফা উইন্ডোতে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে যথাক্রমে মালদ্বীপ এবং মঙ্গোলিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার মাটিতে বাংলাদেশের দুইটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে করোনাভ্যাকসিন ঝামেলার কারণে তা খেলতে পারেনি জামাল ভূঁইয়ারা।
মার্চের ফিফা উইন্ডোতে একটি হোম এবং অপরটি অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। মালেতে এই ম্যাচ আয়োজিত হবে ২৪ মার্চ।
অপরদিকে হোম ম্যাচে ২৯ মার্চ মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচটি আয়োজন করা হবে সিলেট জেলা স্টেডিয়ামে।
এই দুই ম্যাচ আয়োজন সম্পর্কে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের সঙ্গে বেশ কয়েকটি দেশের আলোচনা হয়েছিল। পরবর্তীতে আমরা সব কিছু বিচার বিবেচনা করে মালদ্বীপে একটি অ্যাওয়ে ও সিলেটে একটি হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নেই। ২৪ মার্চ মালদ্বীপ ম্যাচ খেলে ফুটবলাররা পরের দিন সরাসরি সিলেটে যাবে। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে।’
আন্তর্জাতিক উইন্ডোতে এই দুই ম্যাচকে সামনে রেখে সপ্তাহ খানেক আগে থেকে বাংলাদেশ দলকে নিয়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ক্যাম্পের ভেন্যু হতে পারে উত্তরা পুলিশ মাঠ। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাফুফের সহ-সভাপতি নাবিল আহমেদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]