ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। তবে ফুটবল থেকে দূরে থাকতে পারছেন না এ ফুটবলার। আবারও ফিরে আসছেন ফুটবল মাঠে। তবে ফুটবলার নয়, নতুন ভূমিকায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সাথে বৈঠক করেন সার্জিও আগুয়েরো। এরপরেই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে কি ভূমিকায় জাতীয় দলের সাথে থাকবেন তা এখনও চূড়ান্ত নয়। এর জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।
জাতীয় দলের সাথে কি ভূমিকায় যুক্ত হচ্ছেন তা জানা না গেলেও চলতি বছর অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি। চলতি বছরের ১ এপ্রিল অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ড্র।
দলে নিজের ভূমিকা নিয়ে সার্জিও আগুয়েরো বলেন, ‘দলের আমার ভূমিকা কি হবে, সেটি ঠিক করতে হবে। তবে বিশ্বকাপে আমি দলের সাথেই থাকবো। চিকির (ক্লাদিও তাপিয়া) সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
জাতীয় দলকে সাহায্য করার সব উপায় বের করতে চান আগুয়েরো। এছাড়াও ফুটবলারদের সাথে সময় কাটাতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আগুয়েরো বলেন, ‘আমি ফুটবলারদের সাথে সময় কাটাতে চাই। আমি দলের সাথে থাকবো। আমি তাদের সাথে মিশতে পারি। আমি তাদের কাছাকাছি থাকতে চাই এবন উপভোগ করতে চাই। জাতীয় দলকে সাহায্য করা উপায় বের করতে হবে।’
আর্জেন্টিনার জার্সিতে ১০১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আগুয়েরো। এসময় আর্জেন্টিনার জার্সিতে ৪১ গোল করেছিলেন। এছাড়াও আর্জেন্টিনার সর্বশেষ কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]