বেশিরভাগ ফুটবলারই নিজেদের ক্যারিয়ারের ইতি টানার আগে নিজেদের শৈশবের ক্লাবে ফিরতে চান। তবে সে পথে হাঁটতে চাননা ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার ইচ্ছা অবসরের আগে খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।
বয়স মাত্র ৩০ হলেও ইনজুরির কারণে প্রায় সময়ই মাঠের বাইরে ছিটকে যান নেইমার। এ কারণেই তার অবসরের আলোচনা শুরু হয়েছে। এ সময়ই জানালেন বিদায়ের আগে আমেরিকায় খেলতে চান তিনি।
ব্রাজিলিয়ান তারকা রোনালদোর সাথে এক পডকাস্ট অনুষ্ঠানে জানান, ব্রাজিলের কোনো ক্লাবে খেলার সম্ভাবনা নেই। বরং মার্কিন মুলুকে খেলতে চান।
এ বিষয়ে তিনি বলেন, ‘জানি না আমি আবার ব্রাজিলে খেলব কি-না। এটা নিয়ে আমার কিছুটা সংশয় আছে। আমি আসলে যুক্তরাষ্ট্রে খেলতে চাই। অন্তত এক মৌসুমের জন্য হলেও সেখানে খেলতে চাই।’
কেন মেজর লিগ সকারে খেলতে চান নেইমার? সেই বিষয়টিও খোলাসা করেছেন তিনি। বলেন, ‘প্রথমত, তাদের মৌসুমটা ছোট, তাই আমি তিন মাস ছুটি পাব।’
বিভিন্ন সময় অবসর নিয়ে কথা উঠলেও এখনও নিজের অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেননি নেইমার। জানিয়েছেন, যতদিন উপভোগ করবেন ততদিন খেলতে চান তিনি।
বলেন, ‘বন্ধুদের সঙ্গে মজা করে বলি যে ৩২ বছর বয়সে আমি অবসর নেব। কিন্তু এটা নিছকই একটি রসিকতা। আসলে আমি জানি না।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, মানসিকভাবে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। যদি আমার মানসিক অবস্থা ঠিক থাকে এবং আমার শরীরও। শারীরিকভাবে আমি মনে করি, এখনও কয়েক বছর খেলতে পারব। কিন্তু আমার মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]