পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

বার্সেলোনার বর্তমান দলটার ‘নিউক্লিয়াস’ বলা হয় স্প্যানিয় তরুণ পেদ্রিকে। মাঝমাঠে মৌমাছির মতোন উড়ে বেড়ানো থেকে শুরু করে গোল করতেও পারদর্শী ১৯ বছরের এই তরুণ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম্যান্সের পর এবার তাকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

সাবেক বার্সা তারকার মতে, বর্তমানে ফুটবল বিশ্বে পেদ্রীর মতো সম্ভাবনাময় তরুণ আর একজনও নেই। জাভি বলেন, ‘সে অনন্যা খেলোয়াড়দের বিরতির সুযোগ দেয়। বল পায়ে রাখতে পারে, হারায় না। সে দুই পায়েই সমানতালে খেলতে পারে, সে অসাধারণ।’

পেদ্রীর ড্রিবলিংয়ে মুগ্ধ ব্লাউগ্রানা কোচ। জাভি বলেন, ‘পেদ্রি কী করে, কীভাবে বলকে বাঁক নেয়ায়, তার গতি - সবই অসাধারণ। এখনই সে শীর্ষ স্তরে আছে। অথচ তার বয়স মাত্র ১৯ বছর। অন্যরাও তাকে খুব পছন্দ করে।’

জাভি আরও বলেন, ‘পেদ্রি দর্শনীয়। তার চেয়ে বড় সম্ভাবনা পৃথিবীতে আর নেই। আমাদের তাকে যত্ন করতে হবে। সে খেলায় এলাকায় পার্থক্য তৈরি করে দেয়। তাকে পেয়ে খুব ভালো লাগছে। সে আগের ম্যাচের আধঘণ্টা ধরে অসাধারণ খেলেছে।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেদ্রীর সাথে আলো ছড়িয়েছেন এমেরিক আউবামেয়াং। তাকেও প্রশংসায় ভাসালেন বার্সা কোচ, ‘আউবামেয়াং তার পুরো ক্যারিয়ারে গোল করে আসছে। সে যথেষ্ট জায়গা বের করে নেয়। সে পরিপক্ক, বুদ্ধিমান এবং ইতিবাচক। আমি তাকে নিয়ে আনন্দিত। দুটি গোলই তাকে আত্মবিশ্বাস দিবে।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় সত্ত্বেও তৃপ্তির ঢেঁকুর তুলতে নারাজ বার্সা বস। জাভি বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত আমাদের শান্তি আছে। তারপর রবিবার... এবং সামনে আরও অনেক খেলা। আমাদের চালিয়ে যেতে হবে। আমরা ভালো অবস্থায় নেই। চ্যাম্পিয়ন্স লিগেও আমাদের পয়েন্ট দরকার।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল বন্যা

ভালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল বন্যা

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি