লিভারপুলে আসার পর থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। প্রতি ম্যাচেই মাঠজুড়ে তার বিচরণ চোখে পড়ার মতো। দিয়াজের এমন পারফর্ম্যান্সে বেজায় খুশি ‘দ্য রেড’ বস জার্গেন ক্লপ। দিয়াজের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) অ্যানফিল্ডে নরউইচ সিটির বিরুদ্ধে ৩-১ গোলের জয় পেয়েছিল লিভারপুল। এই জয়ে গোলের খাতায় নাম লিখিয়েছিলেন দিয়াজও। নিজে খেলার পাশাপাশি খেলিয়েছেন দলকেও।
ইনজুরির কারণে নরউইচ সিটির বিপক্ষে ছিলেন না রবার্তো ফিরমিনো ও ডিয়োগো জোতা। যে কারণে মোহামেদ সালাহ ও সাদিও মানের সাথে শুরুর একাদশে দিয়াজকে নামিয়েছিলেন ক্লপ।
দিয়াজের খেলায় মুগ্ধ ক্লপ প্রশংসায় ভাসালেন তাকে। লিভারপুল বস বলেন, ‘আমরা দুইটা ম্যাচ দেখলাম, যেগুলোতে লুইস খেলেছে। ম্যাচ দুটোতে সে একেবারে অবিশ্বাস্য ছিল।’
ক্লপ আরও বলেন, ‘আজ তার জন্য এটা কঠিন কাজ ছিল। কিন্তু সে চতুরতার সাথে খেলে গেছে। আমরা লুইসকে কেন্দ্র করেই খেলা সাজিয়েছিলাম। সে মাঠে থেকে নিজেকে প্রমাণ করেছে।’
নরউইচের বিপক্ষে সেন্টারে দিয়াজের সাথে ছিলেন সাদিও মানেও। সেনেগাল তারকা গোল করলেও দিয়াজকেই এগিয়ে রাখছেন ক্লপ। তিনি বলেন, ‘সাদিও সেন্টার থেকে গোল করেছিল। তবে লুইস সেন্টারে ছিলো অপ্রতিরোধ্য। দুর্দান্তভাবে দৌড়েছে সে।’
দিয়াজের এমন পারফর্ম্যান্স ক্লাবের জন্য ভালো কিছুর ইঙ্গিত বলেই মনে করেন ক্লপ। এ নিয়ে তিনি বলেন, ‘এটা ভালো। সে একটা অসামান্য প্রতিভা, সত্যিই একজন ভালো খেলোয়াড়। আমি মনে করি আজ রাতে সে খুব খুশি। তার খুশি হওয়া উচিত।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]