ভালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল বন্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
ভালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল বন্যা

ভালেন্সিয়াকে পেয়ে যেন সব রাগ ঝাড়লো বার্সেলোনা। টানা দুই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর ভালেন্সিয়ার জালে একের পর এক গোল দিলো দলটি। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা বার্সেলোনা। দারুণ এক জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের চার নম্বরে ওঠে গেছে বার্সা।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাতে মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত লা লিগার এ ম্যাচটিতে ভালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এছাড়া একটি করে গোল করেছেন ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি। আর ভালেন্সিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন কার্লোস সোলার।

ভালেন্সিয়ার বিপক্ষে পাঁচ পাঁচটি পরিবর্তনে প্রাথমিক একাদশ সাজিয়েছিলেন শাভি। যার ফলও পেয়েছেন তিনি। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা এগিয়ে যায় ২৩তম মিনিটে। জর্দি আলবার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শটে দলকে এগিয়ে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।

১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৩২তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। উসমান দেম্বেলের বাড়ানো বলে টোকা দিয়ে ভালেন্সিয়ার জালে পাঠান ডি ইয়ং। ফলে মাত্র ৯ মিনিটের ব্যবধানে ২-০ গোলের লিড নেয় বার্সেলোনা। যদিও এর আগে গোল খেতে বসেছিল তারা।
sportsmail24
ম্যাচের ২৬তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান হোসে লুইস গায়া। তবে ভালেন্সিয়ার এ ডিফেন্ডার অফসাইডে থাকায় সে যাত্রায় বার্সেলোনা বেঁচে যায়। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল খায় স্বাগতিকরা।

ম্যাচের ৩৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন অবামেয়াং। ডি-বক্সে দেম্বেলে বাড়ান বল ধরে গাভি গোলমুখে বাড়ান, সেটা অনায়াসে বাকিটুকু কাজ সারেন অবামেয়াং। আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। ফলে ৩-০ গোলের বড় লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে ৫২তম মিনিটে গোলের ব্যবধান কমায় ভালেন্সিয়া। ব্রায়ানের ক্রসে হেডে বার্সেলোনার জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার সলের। যদিও বিরতি আগেও একবার জালে বল পাঠিয়েছিল ভালেন্সিয়া, তবে তার আগেই বল মাঠের বাইরে চলে যাওয়ায় তা বাতিল করে দেন রেফারি।

গোলের ব্যবধান কমালেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৬৩তম মিনিটে আরও একবার ভালেন্সিয়ার জালে বল পাঠায় বার্সেলোনা। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে ভালেন্সিয়ার জালে বল পাঠান ডি ইয়ংয়ে বদলি নামা পেদ্রি।
sportsmail24
ম্যাচের বাকি সময় গোল পরিশোেধে মরিয়া হয়ে উঠলেও আর কোন গোল করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষে ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সেলোনা। এর মধ্যে ৬টি শট নিয়েছিল, যেখানে ৬টি শটই টার্গেটের ছিল। অন্যদিকে, বাকি ৩৫ শতাংশ সময় বল পাওয়া ভালেন্সিয়া মোট ১১টি শট নিয়েছিল, যার মধ্যে ৫টি টার্গেট শট থাকলেও সফল হতে পেরেছে মাত্র একটিতে।

এদিকে, এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফিরলো বার্সেলোনা। নিজেদের খেলা ২৪ ম্যাচে ১১ জয়, ৭টিতে পরাজয় এবং ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট অর্জন করেছে তারা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে আথলেটিকো মাদ্রিদ। আর ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি

অ্যাথলেটিকোকে হারিয়ে অঘটনের জন্ম দিলো লেভান্তে

অ্যাথলেটিকোকে হারিয়ে অঘটনের জন্ম দিলো লেভান্তে

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের শীর্ষে মেসি

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের শীর্ষে মেসি

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি