তরুণ আলভারেজের প্রশংসায় গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
তরুণ আলভারেজের প্রশংসায় গার্দিওয়ালা

টটেনহ্যামের বিপক্ষে জিততে পারেনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। জোড়া গোলে স্পার্সদের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার হ্যারি কেন। এ ম্যাচ শেষেই নিজেদের ভবিষ্যত স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ বন্দনায় মেতেছেন কোচ গার্দিওয়ালা।

চলতি ২০২১-২২ মৌসুমে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের থেকে জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। যদিও এখনও রিভারপ্লেটের হয়ে খেলছেন তিনি। ২০২২-২২ মৌসুমের শুরুতে সিটিজেনদের ডেরায় যোগ দিবেন তিনি।

এর আগেই আলভারেজের প্রশংসায় মেতেছেন কোচ গার্দিওয়ালা। অবশ্য রিভাপ্লেটের হয়ে দারুণ এক হ্যাটট্রিক করেছেন আলভারেজ।

আলভারেজের প্রশংসা করে গার্দিওয়ালা বলেন, ‘জুলিয়ান তিন গোল করেছে রিভার প্লেটের হয়ে। আমার মনে হয় ম্যান সিটি দারুণ একটা চুক্তি করেছে। সে এমন একজন যে দারুণভাবে মুভ করতে পারে। সে যেভাবে গোল করে, অনেকটা ভার্ডির মতো। আমার মনে হয় আগামী প্রাক-মৌসুমে সে আমাদের সঙ্গে থাকবে এরপর দেখবো কী হয়।’

ইংলিশ প্রিমিয়ার লিগের নিজেদের আধিপত্য ধরে রেখেছেন ম্যানচেস্টার সিটি। যেভাবে এগিয়ে চলছে, তাতে সিটিজেনদের হাতেই উঠতে পারে এবারের লিগ শিরোপা। তবুও নিজেদের বেঞ্চ আরও শক্তিশালি করতে উঠে পড়ে লেগেছে ম্যানচেস্টার সিটি।

এ বিষয়ে সিটিজেন বস বলেন, ‘ক্লাব কাজ করে যাচ্ছে, কোচ, গোলরক্ষক, ফুল ব্যাক, ডিফেন্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, ফরোয়ার্ড সবকিছু নিয়েই। এটা কখনো বন্ধ হবে না। যদি ভাবেন আমাদের এখন একটা সেটেল দল আছে এরপর পাঁচজন ফুটবলার ক্লাব ছাড়তে চায়; আমাদের তৈরি থাকতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে

ডিনারে আমন্ত্রণ না পাওয়ায় খেলোয়াড়দের জরিমানা করবেন গার্দিওয়ালা!

ডিনারে আমন্ত্রণ না পাওয়ায় খেলোয়াড়দের জরিমানা করবেন গার্দিওয়ালা!

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস

সিটির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না গার্দিওয়ালা

সিটির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না গার্দিওয়ালা