সব কিছুরই শেষ আছে। তেমনি বার্সেলোনার হয়ে শেষ ফাইনাল খেলে ফেললেন আন্দ্রেস ইনিয়েস্তা! কোপা দেল রের ফাইনালে তার বিদায়ে ভক্তদের হৃদয়ে রক্ত ক্ষরণটা ছিল স্বাভাবিক। ইনিয়েস্তারও হয়তো হচ্ছিল, নাহলে ম্যাচের শেষ দিকে তার সেই ক্ষরণ চোখের দুকুল ছাপিয়ে অশ্রুধারায় বয়ে যেত না। এমন সিদ্ধান্ত যে কঠিন ছিল স্প্যানিশ মিডফিল্ডারের জন্যে- সেই কথা ছেলের হয়ে বলেছেন বাবা হোসে আন্তোনিও।
ফাইনালের পর ইনিয়েস্তার চোখের অশ্রুধারাই বলে দিয়েছে তার মনের সব কথা। মাত্র ১২ বছর বয়সে বার্সার হয়ে খেলতে থাকা এই তারকা বিদায় নিচ্ছেন ২২ বছর পর। মঞ্চটাও প্রস্তুত ছিল তেমন এক আবহে। ভক্তদের করতালি পেয়েছেন। কিন্তু কোথায় যাচ্ছেন তিনি? বলা হচ্ছে চাইনিজ সুপার লিগ ক্লাব চংকিং ডংডাই লিফানে নাম লেখাচ্ছেন তিনি। তবে আনুষ্ঠানিকতার সব কিছু বাকি। হয়তো আগামী সপ্তাহেই সিদ্ধান্ত জানাবেন- তেমন কথা জানিয়েছেন ইনিয়েস্তার বাবাও। যদিও তার আগে ছেলের সম্ভাব্য সিদ্ধান্তকে শ্রদ্ধার দিক থেকে দেখতে বললেন আন্তোনিও, ‘কঠিন সিদ্ধান্তই নিতে যাচ্ছে সে। সে যদি চলেই যায় তাহলে সবাইকে এমন সিদ্ধান্ত শ্রদ্ধার চোখেই দেখা উচিত। পরের সপ্তাহেই হয়তো সে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।’
ইনিয়েস্তার চলে যাওয়ার খবর এখনও আনুষ্ঠানিক নয়। তবে সম্ভাব্য বিদায়টা রাঙিয়ে নিয়েছেন ফাইনালে একটি গোল করে। ছেলের ফিনিশিং টাচ নিয়ে বাবার মন্তব্য, ‘আমার ছেলে ভালোভাবেই শেষ করেছে। সে তার স্টাইল ধরে রেখেই খেলেছে।’
ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।স্প্যানিশ কাপে টানা চতুর্থ শিরোপা জিতল তারা।