এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

বর্তমানে ফুটবল পাড়ার টক অব দ্য টাউনে পরিণত হওয়া ব্যক্তিটার নাম কিলিয়ান এমবাপে। ফ্রান্স ছেড়ে স্পেনে পাড়ি জমাচ্ছেন এই ফরাসি তারকা, এমন গুঞ্জনে সয়লাব চারদিক। তবে এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুই বলেননি ফ্রান্স তারকা। ইতিমধ্যে তাকে ধরে রাখতে রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিক প্রস্তাব করেছে পিএসজি।

এবার এমবাপেকে পিএসজি না ছাড়ার অনুরোধ করলেন ফ্রান্সের মেয়র অ্যান হিডালগো। চার মাস পরেই এমবাপের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে পিএসজির। এরপর এমবাপে ফ্রি, যেখানে ইচ্ছা যেতে পারবেন। তবে ফরাসি সুপারস্টারকে সেটা করতে বারণ করেছেন হিডালগো। থাকতে বলছেন স্বদেশের ক্লাবেই।

ফ্রান্সের একটি টিভি অনুষ্ঠানে এমবাপের বিষয়ে কথা বলেছেন হিডালগো। তিনি বলেন, ‘ওহ হ্যাঁ! তাকে থাকতে বলুন, আমাদেরকে সাহায্য করতে বলুন। সর্বোপরি, আমি মনে করি সে ফুটবল এবং এর বাইরেও গুরুত্বপূর্ণ।’

এমবাপে ফ্রান্সের তরুণদের জন্য আদর্শ জানিয়ে এই নারী মেয়র বলেন, ‘সে (এমবাপে) আমাদের তরুণদের আশা ভরসা। তাই আমি চাই সে এখানে থাকুক। আমি শুধু বলতে চেয়েছিলাম যে আমরা তাকে অনেক ভালোবাসি।’

হিডালগো আরও বলেন, ‘শুধু ভালবাসা, স্নেহ ই নয়। তাকে বলুন যে তিনি আমাদের দেশে, এই শহরে, অনেক তরুণের কাছে একটি উদাহরণ। অনেকে তাকে মেনে বড় হচ্ছে।’

শুধু হিডালগোই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন যিনি এমবাপ্পেকে ফ্রান্সে থাকার জন্য অনুরোধ করছেন। স্প্যানিশ দৈনিক এল মুন্ডোর মতে, বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এই স্ট্রাইকারকে নতুন চুক্তিতে সই করার জন্য অনুরোধ করেছেন।

চার বছর আগে ২০১৮ সালে মোনাকো থেকে ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগদান করেন এমবাপে। এরপর প্যারিস জায়ান্টদের জার্সি গায়ে ২০৩ ম্যাচ খেলে ১৫৪টি গোল করেছেন ফরাসি তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি