এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

চারদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেই রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এবার সেই গুঞ্জনে কিছুটা ভাটা পড়তে পারে। কারণ ফরাসি তারকাকে ধরে রাখতে রেকর্ড পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে পিএসজি।

জানা গেছে, ফরাসি তারকাকে নিজেদের ক্লাবে ধরে রাখতে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দিতে রাজি প্যারিসের জায়ান্টরা। এমবাপে যদি পিএসজির প্রস্তাবে রাজি হন তবে তিনি হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। অঙ্কের হিসাবে পরিমানটা দাঁড়াবে সপ্তাহে এক মিলিয়ন ইউরো।

পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান চুক্তি শেষ হতে মাত্র ৪ মাস বাকি। চলতি বছরের জুনেই ফ্রি হয়ে যাবে ফরাসি তারকা। ইতিমধ্যেই তার দিকে চোখ তাক করে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে যে প্রস্তাব এমবাপেকে দিয়েছে ফরাসি জায়ান্টরা, সেটা রিয়াল মাদ্রিদসহ কোনো ক্লাবের পক্ষেই বহন করা সম্ভব না।

এমবাপের ব্যাপারে একটি ফরাসি দৈনিককে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন, ‘এমবাপে গত বছর খুবই লাভজনক একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। আমরা ফ্রান্সের এমবাপেকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে একটা ম্যাচের উপর এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করবে। সে একজন বুদ্ধিমান, পরিপক্ক ছেলে। ভালো মন্দ বোঝার জন্য তার অসাধারণ ক্ষমতা আছে। সে তার ক্যারিয়ার এবং তার ভবিষ্যতের জন্য কী চান সেটা নিজেই নির্ধারণ করবেন।’

ফরাসি তারকা পিএসজিতে বাকি সময় কাটিয়ে দিবেন বলেই বিশ্বাস লিওনার্দোর। তিনি বলেন, ‘আশা করি সে তার পুরো ক্যারিয়ার পিএসজিতে কাটিয়ে দেবে। যা আমাদের এবং ক্লাবের জন্য খুব ভালো লক্ষণ। আমার কাছে সে এমন একজন খেলোয়াড় যে নিঃসন্দেহে বিশ্বের সেরা পাঁচে আছে।’

এমবাপে নিজেও তার ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিধান্ত নেননি। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে গোল করে দলকে জেতানোর পর এমবাপে বলেন, ‘আমি আমার ভবিষ্যৎ এখনও নির্ধারণ করিনি। আমি বিশ্বের অন্যতম সেরা ক্লাবের হয়ে খেলি। আপাতত আমি আমার সেরাটা দেব। তারপর দেখা যাবে সামনের মৌসুমে কী হয়।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের শীর্ষে মেসি

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের শীর্ষে মেসি

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

এমবাপের গোলে রিয়ালকে হারালো পিএসজি

এমবাপের গোলে রিয়ালকে হারালো পিএসজি