শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচের আগে সিটি কোচ পেপে গার্দিওয়ালাকে প্রশংসায় ভাসালেন স্পার্স কোচ অ্যান্তোনিও কন্তে। গার্দিওয়ালাকে বিশ্বের সেরা কোচ বলে আখ্যা দিয়েছেন তিনি।
প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। লিভারপুলের থেকে পরিষ্কার নয় পয়েন্ট এগিয়ে আছে গার্দিওয়ালার শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে হারানোর স্মৃতি এখনও জ্বলজ্যান্ত। লড়াইয়ের আগে অ্যান্তোনিওর সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তা ভালো করেই জানেন।
সংবাদ সম্মেলনে সেটাই বলছিলেন টটেনহ্যাম কোচ। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে এটি আমাদের জন্য একটি কঠিন খেলা হবে। আমরা ভালো খেলার চেষ্টা করবো। আমরা সামনে উন্নতির জন্য এই খেলাটাকে ব্যবহার করতে চাই। এখান থেকে কিছু শিখতে চাই।’
কন্তে আরও বলেন, ‘আমরা জানি যে খেলা চলাকালীন সম্ভবত সত্তর কি পঁচাত্তর মিনিটের বল তাদের দখল থাকবে। তবে আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করতে চাই। দেখাতে চাই যে আমরা লড়াই করতে পারি।’
কন্তে কেন গার্দিওলাকে বিশ্বের সেরা কোচ বলে বিশ্বাস করেন সেটার কারণও ব্যাখা করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি যে আমরা বিশ্বের সেরা কোচের কথা বলছি। কারণ তিনি অনেক দলে বিভিন্ন পরিস্থিতিতে দেখিয়েছেন যে, কিভাবে ভালো করতে হয়।’
কন্তে আরও বলেন, ‘আমি আবারও বলছি, যখন আপনি পেপ গার্দিওলার একটি দল দেখবেন। তখন আপনি ফুটবল সম্পর্কে একটি ধারণা পাবেন। আপনি বুঝতে পারেন যে দলটিকে নিয়ে তিনি অনেক কাজ করেছেন। এই কারণে আমার জন্য এই মুহূর্তে বিশ্বের সেরা কোচ তিনি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]