বার্সেলোনার হয়ে সময়টা খুব ভালো যাচ্ছে স্প্যানিশ তরুণ গাভির। বার্সেলোনার মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় হিসাবে নিজেকে তৈরী করেছেন এই তরুণ। তবে জন্মের পর থেকে বার্সাকে কখনো ইউরোপা লিগে খেলতে দেখেননি গাভি।
বার্সেলোনা সর্বশেষ ইউরোপা লিগে অংশগ্রহণ করেছিল ২০০৪ সালে ২৫ মার্চ। তখন গাভির জন্মও হয়নি। সেই ম্যাচে সেল্টিকের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল কাতালানরা। সেই ম্যাচের পাঁচ মাস পর গাভি পৃথিবীতে আলোর মুখ দেখেন।
দেড় যুগ পর আবারও আরেকটা ইউরোপা লিগের মঞ্চে বার্সেলোনা। এবার তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব নাপোলি। নাপোলির বিপক্ষে ম্যাচে গাভি প্রথম একাদশেই থাকবেন। সে হিসাবে জন্মের পর এই প্রথম বার্সার জার্সি গায়ে ইউরোপা লিগে মাঠে নামবেন এই তারকা।
মজার ব্যাপার হলো, বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ তখনকার ইউরোপা লিগে বার্সেলোনার অংশ ছিলেন এবং উয়েফা কাপের দুটো ম্যাচই খেলেছিলেন।
সেই খেলার প্রায় ১৮ বছর পর আবারও ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বার্সেলোনা। সেবার খেলোয়াড় থাকা এবার জাভি রয়েছেন দলের কোচের দায়িত্বে।
গাভি বার্সেলোনার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ এবং এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার শেষ দুটি খেলায়ও ছিলেন। বার্সেলোনার হয়ে ইতিমধ্যে ২৭টি ম্যাচ খেলে ফেলেছেন ১৭ বছর বয়সী এই তরুণ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]