একেই বোধহয় বলে পঁচা শামুকে পা কাটা। লেভান্তের পরিচয়টা সহজ করে দিতে গেলে যা দাঁড়াবে, লা লিগার পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল। ২০ দলের মধ্যে ২০ নাম্বারে অবস্থান তাদের। আর এই দলটাই গত রাতে স্রেফ অঘটন ঘটিয়ে দিলো। ১-০ গোলের ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদকে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) অ্যাথলেটিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটনোয় খেলতে নেমে নিজেদের হারিয়ে খুঁজতে থাকে ডিয়েগো সিমিওনের দল। দুর্বল লেভান্তের ওপর প্রথমার্ধে কোনো প্রভাবই ফেলতে পারেনি লিগ চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে লেভান্তের গোলমুখ লক্ষ্য করে একটা শটও নিতে পারেনি অ্যাথলেটিকো। পুরো ম্যাচজুড়ে মোট ১০ টি শট নিয়েছিল মাদ্রিদের দলটি। তাতে অন টার্গেট ছিল মাত্র ১টি।। ঐদিকে লেভান্তের নেয়া ৮ শটের ৫টিই গোলপোস্ট বরাবর উড়ে গেছে। তাতে গোলও এসেছে শেষমুহুর্তে।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিকোর গোলমুখ লক্ষ্য করে বুলেট দাগাতে থাকে লেভান্তে। এটাকে সবলের উপর দুর্বলের অত্যাচার না বলে উপায় নেই। তাতে ৫৪ মিনিটের মাথায় আসে জয়সূচক গোলটি।
অ্যাথলোটিকোর বক্সের সামনে যথেষ্ট ফাঁকা জায়গা পেয়ে যান লেভান্তের উইঙ্গার হোর্হে দে ফ্রুতোস। বল তার পায়ে। সুযোগ বুঝে চিতার গতিতে মাঠের ডান প্রান্ত দিয়ে দৌড়ে আসেন মিডফিল্ডার গঞ্জালো মেলেরো। দেরী না করে মেলেরোর কাছে নিঁখুত পাস বাড়ান ফ্রুতোস। বল পেয়েই মেলেরোর জোরালো শট এবং গোল।
এই হারেও অবশ্য তলানিতেই অবস্থান করেছে লেভান্তে। তবে খানিকটা স্লো করে দিয়ে গেলো অ্যাথলেটিকোর দৌড়। ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে সিমিওনের দল। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]