কার্ড দেখলেই নিষেধাজ্ঞার কবলে পড়বেন, এমন শঙ্কা নিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে খেলতে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার ক্যাসিমিরো এবং ফেরল্যান্ড মেন্ডি। অবশেষে সেই শঙ্কায় সত্যি হয়েছে। পিএসজির বিপক্ষে কার্ড দেখেছেন দুইজনই। মিস করবেন পিএসজির বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শেরিফ তিরাসপোলের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান রিক্রুট ক্যাসিমিরো। একই ম্যাচে হলুদ কার্ড দেখেন ফেরল্যান্ড মেন্ডি।
এ কারণেই পিএসজির বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে শুরু থেকেই সাবধানী ছিলেন এ দুইজন। তবে সাবধানী শুরু করলেও নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেননি তারা।
ম্যাচের প্রথমার্ধে পিএসজির লিওনার্দো পারদেসকে ফাউল করে বসেন ক্যাসিমিরো। এ ফাউলের পরেই হলুদ কার্ড দেখেন তিনি। একই ম্যাচের শেষদিকে এসে হলুদ কার্ড দেখেন ফেরল্যান্ড মেন্ডি।
গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলারকে বেশ ছাড়া বেশ বেকায়দায় পড়বেন রিয়াল বস আনচেলত্তি। এদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে দ্বিতীয় লেগে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জয়ের বিকল্প নেই রিয়ালের সামনে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]