চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অন্য ম্যাচে স্রেফ গোলের বন্যা বয়ে গেছে। স্পোর্টিং লিসবনের মাঠে স্বাগতিকদের গোলবন্যায় ভাসিয়ে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে লিসবনের মাঠে শুরু থেকেই নিজেদের দাপট দেখাতে থাকে পেপ গার্দিওয়ালার দল। তাতে ম্যাচের প্রথমার্ধেই লিসবনের জালে ‘এক হালি’ পূরণ করে মাহেরেজরা।
সিটির গোল উৎসবের শুরু ম্যাচের সাত মিনিটের মাথায়। কেভিন ডি ব্রুইন কাটব্যাক করেছিলেন রিয়াদ মাহরেজকে। গোল করতে একটুও সমস্যা হয়নি মাহরেজের। দশ মিনিট পর আবারও সিটির চমক।
ডি-বক্সে বল পেয়ে হাফভলি দিয়েছিলেন বার্নার্দো সিলভা। চেষ্টা করেও বলের নাগাল পাননি লিসবন গোলরক্ষক। তার হাতে চুমো খেয়ে বল জড়িয়ে যায় জালে। সিটিজেনরা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
ম্যাচের ৩২ মিনিটের মাথায় দলীয় স্কোর ৩-০ করেন ফোডেন। মাহরেজের বাড়ানো বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি লিসবনের ডিফেন্ডাররা। বল জমা হয় ফোডেনের পায়ে। খুব কাছ থেকে গোল করতে কোনো সমস্যাই হয়নি ইংলিশ তারকার।
তিন গোল করার পর গোলের নেশায় পেয়ে বসেছিল সিটিজেনদের। তারই ধারায় বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোলটি করেন সিলভা। রহিম স্টার্লিংয়ের পাস থেকে ৪৪ মিনিটে দলের হালি পূরণ করেন পর্তুগিজ তারকা।
দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণভাগ বেশ গুছিয়ে এনেছিল লিসবন। তাই একটির বেশি গোল করা সম্ভব হয়নি সিটির পক্ষে। ৫৮ মিনিটে গোলটি করেন স্টার্লিং। সিলভার পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে লিসবনের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন তিনি। তাতে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]