ইংলিশ জায়ান্ট ম্যনচেস্টার ইউনাইটেডের দুর্দশা কাটছেই না। প্রতি ম্যাচেই পয়েন্ট খুঁইয়ে যাচ্ছে রালফ রাংনিকের দল। ফলে দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে রেড ডেভিলদের আঙ্গিনা। ক্লাবের সাবেক খেলোয়াড়রা সমালোচনা করেই চলছেন। এবার রোনালদোকে একহাত নিলেন ম্যানইউ কিংবদন্তি পল ইনস।
পুরনো শিবিরে ফেরার পর প্রথম কয়েক ম্যাচের পর নিজেকে হারিয়ে খুঁজছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ীর পায়ে গোলের দেখা নেই। যার জন্যু রোনালদোকে ধুঁইয়ে দিয়েছেন ইনস। তিনি মনে করেন রোনালদোকে ম্যানইউতে ফিরিয়ে আনা ভুল!
বিখ্যাত এক ইংলিশ দৈনিককে ইনস বলেন, ‘আপনি চিন্তা করেন, আপনি শুধু যেতেন এবং হল্যান্ডকে নিয়ে আসতেন। আপনার তো রোনালদোর দরকার ছিল না। সবাই ভেবেছিল সে ম্যান সিটিতে যাচ্ছে, যেত।’
রেড ডেভিলদের হয়ে এক যুগ কাটিয়ে দেয়া ইনস বলেন , ‘সবাই ভেবেছিল প্রথমাবারের মতো এবারও রোনালদোর আগমন দুর্দান্ত হবে। ক্লাব, খেলোয়াড় এবং তরুণদের জন্য সে দুর্দান্ত হবেন। কিন্তু তা হয় নি’
রোনালদোর অনেক কার্যকলাপই পছন্দ হয়নি ইনসের। সেগুলো নিয়ে তিনি বলেন, ‘আমরা অসংখ্যবার দেখেছি। টানেলের নিচে ছুটে যাওয়া, ভক্তদের হাততালি না দেওয়া এগুলো ভাল কোনো উদাহরণ নয়।’
সর্বশেষ ছয় ম্যাচে গোল পাননি রোনালদো। শেষবার এমন হয়েছিল ২০০৮-০৯ মৌসুমের দিকে। সেবার টানা সাত ম্যাচে গোল শূন্য ছিলেন পর্তুগিজ তারকা। এ নিয়েও খোঁচা মারতে ছাড়লেন না ইনস।
সাবেক ম্যানইউ তারকা বলেন, ‘শুরুতে সে উড়ছিল। এরপর যখন সে থামলো, কেবল নিচের দিকেই যেতে লাগলো। একেবারে গর্তে পড়া যাকে বলে। এখন সে আর কারো জন্যই তেমন বিপদজনক নয়।’
ইনসের মতে রোনালদো একজন স্বার্থপর খেলোয়াড়। তিনি বলেন, ‘সে একজন স্বার্থপর খেলোয়াড়। যদি সে গোল করতে না পারে, কিন্তু অন্যরা পারে। তাহলে সে খুশি হতে পারে না। এটা জুভেন্টাসে দেখেছি। রোনালদো চলে আসার পরে জর্জিও চিয়েলিনি বলেছিলেন, তারা আবার একটি পরিবার হতে পারবেন।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]