চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি ফরাসি লিগে বড় জয়ে পেয়েছে। কাভানির জোড়া গোলে নঁতকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ করে খেলতে থাকে। পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। পাস্তোরের ডি-বক্সে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি।
চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। বাঁ-দিক থেকে আর্জেন্টাইন এই তারকার বাঁকানো ক্রস এক ডিফেন্ডার পা লাগাতে ব্যর্থ হলে বল জালে জড়ায়।
বিরতি থেকে ফিরে ব্যবধান কমায় নঁত। ম্যাচের ৬০ মিনিটে ফরোয়ার্ড নাকুলমা। তবে পাঁচ মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান পাস্তোরে। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের জোরালো শট গোলরক্ষক ঠেকালেও বল তার হাতে লেগে উপরে উঠে পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।
৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন কাভানি। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে আলতো শটে তা জালে জড়ান উরুগুয়ের এই স্ট্রাইকার। এ নিয়ে চলতি লিগে সর্বোচ্চ ১৫ গোল হলো কাভানির।
এদিকে এ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।