করোনা মহামারির সময় বিনা দর্শকে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের ফুটবলের খেলাগুলো। তবুও ভক্তরা ক্লাবগুলোর পাশে থেকেছেন। মাঠে গিয়ে সমর্থন দিতে না পারলেও মাঠের বাইরে থেকে ঠিকই সমর্থন দিয়ে গেছেন। এসব ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চমৎকার একটি উদ্যোগ নিয়েছে উয়েফা।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, চলতি মৌসুমে ইউরোপের কয়েকটি প্রতিযোগিতার ফাইনালে খেলা দলগুলোর সমর্থকদের জন্য কৃতজ্ঞতাস্বরূপ ৩০ হাজার ফ্রি টিকেট দিবে তারা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন। তিনি ঘোষণা করেছেন, চলতি বছরের ক্লাব প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর ভক্তদের জন্যই কেবল বিনামূল্যের টিকিট দেওয়া হবে। স্পনসর, ক্লাবের অংশীদার কিংবা ক্লাব কর্মকর্তারা পাবেন না।
উয়েফা সভাপতি বলেন, ‘ফুটবল ভক্তরাই খেলাটার প্রাণ। গত দুই বছরে তারা অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। এরপরও তারা আকুন্ঠভাবে তাদের দলকে সমর্থন করে গেছে। তাদের এই সমর্থনকে সম্মান জানানোর জন্য এটি (বিনামূল্য টিকেট) একটি চমৎকার মাধ্যম হবে।’
চেফেরিন আরও বলেবন, ‘সমর্থকরা ফুটবলের বিকাশে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। তাই আমরা তদের জন্য এই সুবিধাটা নিশ্চিত করা চেষ্টা করছি। যাতে তারা প্রিয় দলের জন্য ঐতিহাসিক মুহুর্তে মাঠে উপস্থিত থাকতে পারে।’
এই ৩০ হাজার টিকেটের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দল পাঁচ হাজার করে মোট দশ হাজার টিকেট পাবে। ইউরোপা লিগের ফাইনালের দুই দল চার হাজার করে পাবে আট হাজার টিকেট। বাকি বারো হাজার বরাদ্দ করা হয়েছে ইউরোপা কনফারেন্স লিগ এবং উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]